পৌষের শেষ, মাঘের শুরু
আমার জাত, আমার সংস্কৃতি, আমার অহংকার
এইচ.এম.আব্বাস...
প্রত্যেক রাষ্ট্র ও জাতির নিজস্ব সংস্কৃতি আছে, আমার বাংলা, বাংলাদেশ। আমাদের নিজস্ব স্বকীয়তা ধারন করে টিকে থাকাই হোক আমাদের জাতির গৌরব ও অর্জন -
পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে, আ য় আ য় আয়।
ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে, মরি হায় হায় হায়॥
হাওয়ার নেশায় উঠল মেতে দিগ্বধূরা ধানের ক্ষেতে–
রোদের সোনা ছড়িয়ে পড়ে মাটির আঁচলে, মরি হা য় হা য় হায়॥
পৌষ মাসের শেষ দিনে আয়োজন করা হয় উৎসবের। পৌষ সংক্রান্তিতে মূলত নতুন ফসলের উৎসব ‘পৌষ পার্বণ’ উদযাপিত হয়। গ্রাম বাংলায় এই উৎসবে বাড়িতে বাড়িতে পিঠার আয়োজন করা হয়। আয়োজন করা হয় ঘুড়ি উৎসবের। কোথাও কোথাও এই সংক্রান্তিতে মেলাও হয়।
পৌষের শেষ, মাঘের শুরু
আমার জাত, আমার সংস্কৃতি, আমার অহংকার।