প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানালেন সংবাদকর্মী জাকির হোসেন।
জাকির হোসেন জুড়ী প্রতিনিধি:
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার সংবাদকর্মী জাকির হোসেন এর উপরে মিথ্যা নিউজের সংবাদকর্মীর প্রতিবাদ ও থানায় মামলা করেন জাকির হোসেন।
গত ৩১মার্চ সিলেট ওয়ার্ল্ড নিউজ,৩১মার্চ সিলেট বিডি নিউজ,০১ এপ্রিল,জুড়ী সময় নিউজ,০১এপ্রিল পাতাকুঁড়ি ডটকম,০২ এপ্রিল নতুন সংবাদ,০১ এপ্রিল এই বেলা ডটনেট সহ আরও কয়েকটি ২০২১ইং তারিখের অনলাইন নিউজ পোর্টাল,জুড়ীতে সাংবাদিক পরিচয়ে ভিডিও ধারণ- অবরুদ্ধ করলেন এলাকাবাসী"সহ বিভিন্ন শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয় সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে।প্রকাশিত সংবাদটি সম্পুর্ণ মিথ্যা, বানোয়াট,ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত।
উল্লেখ্য গত, ২৯/০৩/২০২১ ও ৩১/০৩/২০২১ইং তারিখে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ২টি নব জাতকের মৃত্যুর ঘটনায় এবং মনতৈল গ্রামের ও মনতৈল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মাজহারুল (১৩) নামের একজন শিশু নির্যাতন ও নিখোঁজের ঘটনায় উদ্ধার শিশু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্যে নেয়ার পর চাঞ্চল্যকর এ ঘটনার তথ্য সংগ্রহে গেলে বহিরাগত লোক আমাদেরকে আটক করেন এবং হাসপাতালে নব জাতকের মৃত্যু ঘটনায় আত্মীয়দের বক্তব্য এবং নিখোঁজ হওয়া শিক্ষার্থী উদ্ধার হয়ে হাসপাতালে চিকিৎসারত (মাজহারুল) এর বক্তব্য (ভিডিও ফুটেজ) ডিলেট দেয়ার হুমকি দেন৷
তাৎক্ষণিকভাবে জুড়ী অনলাইন প্রেস ক্লাবের সভাপতি বিষয়টি জুড়ী থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থল থেকে আমাদের উদ্ধার করে নিয়ে আসে৷
পরিস্থিতি নেতিবাচক মোড়ে যাওয়ায় নিরাপত্তার স্বার্থে পুলিশের নিকট সাংবাদিকের ব্যবহৃত ক্যামেরা দিয়ে দিলে বহিরাগত ১৫/২০ জন লোক সাংবাদিককে অকথ্য ভাষায় গালি গালাজ করে ডিজিটাল বিভিন্ন ডিভাইস ব্যবহার করে ভিডিও ধারণ করে এবং জোর পূর্বক ভুল স্বীকার করায়৷ ১৫/২০ জন বহিরাগতদের ধারণ করা ভিডিও ফুটেজ যাহা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে পেশাগত,সামাজিক ও পারিবারিকভাবে মানহানি ও ক্ষতির আশংকা বিদ্যমান৷
এ ঘটনায় অতি উৎসাহী সাংবাদিক নামধারী কতিপয় ব্যক্তি কয়েকটি অনিবন্ধিত অনলাইন পোর্টালে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করায় যাহা সংশ্লিষ্ট সংবাদকর্মীদের পক্ষে পেশাগত কাজে ও সামাজিক মানহানীর সামীল৷
আমি প্রকাশিত এ মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।