মোঃ আবুল কালাম ঝালকাঠি কাঠালিয়া প্রতিনিধিঃ-
আজ কাঁঠালিয়া প্রেসক্লাবের সাংবাদিক সম্মেলন করেন এক প্রতিবন্ধ পরিবার। মোঃ হাসান মিয়া পিতা মোঃ দুধামিয়া হাওলাদার গ্রাম আনইল বুনিয়া উপজেলা কাঠালিয়া জেলা জালালকাঠি। উভয়ই কাঠালিয়া সদর ইউনিয়নের বাসিন্দা, তারা গরিব পরিবার হলে শহরে প্রায় (২০) বিশ বছর যাবত কাজকর্ম করে সহরে, কিছু টাকা পয়সা জোগাড় করে গ্রামের বাড়িতে আসেন এসে দেখেন তাদের যে ঘরবাড়ি জমি জমা ছিল তাহা দখল করে নিয়েছে মোঃ আব্দুল কাদের মিয়া আর ছেলে মোহাম্মদ আনোয়ার হোসেন দুলাল। তিনি পুলিশ বাহিনীতে কনস্টেবল পদেকর্মরত আছেন, ঢাকা গুলশান থানায়, বাদিকে অনেক হুমকি দামকি দিচ্ছে এবং ঐ প্রতিবন্ধীদের,৪/৫শতক শতাংশ জমি খালিছিল।সেই জমি দখল করে নিয়েছে,,তার চাচাতো ভাই মোঃ দুলাল পুলিশ,ও তার চাচা আঃ লতিফ। ভুক্তভোগী হাসান বলে তার চাচা মোঃ আব্দুল লতি সেখানে বিল্ডিং তুলেছে, এবং এই প্রতিবন্ধী অসহায় ফ্যামিলি দীর্ঘ ৩ বছর ধরে কাঠালিয়া থানায় উপজেলা চেয়ারম্যান জনাব মনির সাহেব এবং ইউনিয়ন চেয়ারম্যান জনাব নাহিদ শিকদার এবং উক্ত গ্রামের মেম্বার সহ সকলের কাছে দীর্ঘদিন ধরে বিচারের আশায় ধারে ধারে ঘুরছে, কারওকাছ থেকে সে ন্যায়বিচার পায়নি। আজ কাঠালিয়ায় সংবাদ সম্মেলন করেন, প্রতিবন্ধী পরিবার, তাহারা বলেন যে আমাদের জীবননাশের হুমকি দিচ্ছে আমরা জমির কাছে গেলে আমাদের মেরে নদীতে ভাসিয়ে দিবে এবং টাকা পয়সা যা লাগে সব জায়গায় তারা দিবে এই বলে অনেক হুমকি দিয়ে এপর্যন্ত আসতেছে। আরো অন্যান্য মানুষের জমিও জমাও ঐ পুলিশ কর্মচারীর বাবা এবং চাচারা দখল করে খেয়ে আসছে অনেক বছর যাবত,, বর্তমানে কিছু লোক মাথা নাড়া দিয়ে উঠলে তাদের গায়ে -কাটাজায়গায় লবনের ছিটে পড়ে, এই প্রতিবন্ধী ফ্যামিলির দাবি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে তারা যাহাতে ন্যায়বিচার পায় এ জন্য সকলের কাছেতারা আবেদ জানান। এবং থানায় বিষয়টি জানে, বাদি বলতেছেন যে থানার পুলিশ এসেকাজ বন্ধ করে দিয়েছিলো। কিন্তু পরে চেয়ারম্যান ও মেম্বার আমাদের ফয়সালা না দিয়ে আবার কাজচালু করে দিয়েছেন।