এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় দিনাজপুরের বিরামপুরে প্রাইমারী,হাইস্কুল ও উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলায় সকল ছাত্র ছাত্রী গন মহা আনন্দ নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার চিত্র অবলোকন করা যায়। এ বিষয়ে উপজেলার পৌরসভা ও ইউনিয়নে পর্যবেক্ষণে জানা যায়,প্রত্যেক স্কুল ছাত্রছাত্রীদের সাথে সাক্ষাৎ হলে তাদের সাথে কথা বললে তারা বলেন,আমরা আজ খুবই খুশি আনন্দের সাথে স্কুলে যাচ্ছি বলে খুশিতে মেতে ওঠার চিত্র দেখা যায়। এ বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক গনের নিকট জানতে চাইলে তারা বলেন,অনেক দিনপর প্রতিষ্ঠান খুলে দেওয়ায় ছাত্রছাত্রীদের মত আমাদের ও অনেক ভালো লাগছে বলে জানান। তবে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের ভেতর ও বাহির সাইটের বেহাল অবস্থা। শিক্ষা প্রতিষ্ঠানের বাহিরে অনেক আগাছার জন্ম হয়েছে যাহা এখনও পরিস্কার হয় নাই। অনেক অবিভাবকের নিকট তাদের প্রক্রিয়ায় জানা যায়,বেশ কিছু ছোটরা স্কুল খোলার সংবাদে স্কুল পোশাকের বেশ বায়নাও রয়েছে বলে জানা যায়। তারা আরও বলেন,অনেক দিন হল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ছেলেমেয়েদের শিক্ষার অনেক বেঘাত ঘটেছে। তবে এখন স্কুল খুলেছে অব্যাহত থাকলে পূনরায় শিক্ষা ব্যবস্হা ফিরে আসবে।।