প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, আমাকে যেন একটা থাকার জায়গা করে দেন
গাইবান্ধা সাদুল্লাপুর প্রতিনিধি মো রিওন প্রামানিক জনি
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হাসানপাড়া গ্রামের মৃত আব্বাস আলীর স্ত্রী আছিয়া বানু। তার নেই কোনো থাকার জায়গা। নেই কোনো ঘর বাড়ি। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিশেষ আকুল আবেদন করেছে তাকে যেন একটা থাকার জায়গা করে দেন।
আছিয়া বানু জাগো২৪.নেট-কে বলেন, আমার স্বামী কয়েক বছর আগে মারা গেছে। আমি খেয়ে না খেয়ে কোনোমতে বেঁচে আছি।স্বামীর একমাত্র ভিটেমাটি তাও নাই। বড় অসহায় জীবন যাপন করছি। এ বাড়ি ও বাড়ি চ্যায়া খায় সে।দীর্ঘদিন হল অসুস্থ আছিয়া বানু চলাফেরা করতে পারেনাই কিন্তু অনেকের সহযোগিতায় চিকিৎসা করে এখন একটু লাঠিতে ভর করে চলাফেরা করতে পারে।
অসুস্থ হলেও নেই তার ঔষধ পথ্য কিনে খাওয়ার কোনো টাকা পয়সা। জীবনটা তার অনেক কষ্টদায়ক। কান্না জড়িত কন্ঠে আক্ষেপ করে তাই আছিয়া বানু বলেন, প্রধানমন্ত্রী যদি আমাকে একটা থাকার ঘর করে দিত তাহলে আমি মরেও শান্তি পাবো। প্রধানমন্ত্রী আমাকে একটা ঘর করে দিলে সেই ঘরে থেকে নামাজ পড়ে তার জন্য দোয়া করতাম।আছিয়া বানু বলে প্রধানমন্ত্রী কি আমার এ আবেদন শুনবে?বাড়ি ঘর না থাকায় আছিয়া বানু অন্যের বারান্দা ও এর ওর বাড়ি থেকে বেড়ায়। তাই আছিয়া বানু বলেন যে কোনো জায়গায় হোক আমার জন্য একটা ঘরের ব্যবস্হা করে দিলে খাই না খাই অন্তত ঘরে শুয়ে মরবার পারতাম।প্রতিবেশী আমজাদ বলেন তার স্বামী অনেক আগে মারা যায় কিন্তু বাড়ি ঘর, জায়গা জমি না থাকায় আছিয়া বানু অনেক কষ্টে আছে। তার একটা থাকার ঘর খুব প্রয়োজন। সেও বলে যে শুনি প্রধানমন্ত্রী নাকি অসহায় গৃহহীন পরিবার কে ঘর দিচ্ছে তাই আছিয়া বানু কে একটা ঘর দেয়ার অনুরোধ করছি।
প্রতিবেশী শাহারা বেগম জাগো২৪.নেট-কে বলেন আছিয়া বানু দীর্ঘদিন থেকে অসুস্থ। সে মানুষের বারান্দায় রাত কাটায় তাই সরকার যদি তার একটা থাকার ঘর করে দিত তাহলে খুব ভালো হত।
আরেক প্রতিবেশী মোস্তফা কামাল জানায় আছিয়া বানু আমার প্রতিবেশী কিন্তু তার অনেক কষ্টে দিন যায়।অসুস্থ মানুষ সে ঘর না থাকায় অনেক সমস্যা তার। তাই মাননীয় প্রধানমন্ত্রী যদি তাকে একটা ঘর করে দিত তাহলে তার জন্য খুব ভালো হত।