প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা ১৫লক্ষ টাকা পাচ্ছেন নানিয়ারচরের ৩হাজার পরিবার
।।মাহাদী বিন সুলতান।।
প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার অংশ হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় নানিয়ারচরে নগদ অর্থ সহায়তা পাচ্ছে ২০০০পরিবার।
মঙলবার সকালে উপজেলার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলোচনায় এসব তথ্য তুলে ধরেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নী।
এসময় সাংবাদিকদের তিনি জানান, দূর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তরের ত্রান কার্য ১০লক্ষ টাকা (নগদ) বরাদ্দ প্রদান করেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। এলাকার দরিদ্র ও দুঃস্থদের জন্য মানবিক সহায়তায় এই অর্থ বরাদ্দ দেওয়া হয়।
তিনি আরো জানান, উপজেলার ৪টি ইউনিয়নের প্রতিটি ইউনিয়নে ৫০০পরিবার নগদ ৫০০টাকা করে এই মানবিক সহায়তা পাবেন।
উপজেলা সূত্রে জানা যায়, কোন জনপ্রতিনিধি বরাদ্দকৃত এই অর্থ বিতরণ এর সুযোগ পাবেন না। বরং বরাদ্দকৃত ত্রাণ কার্য (নগদ) প্রতিটি ইউনিয়নে নিযুক্ত ট্যাগ অফিসারের উপস্থিতিতে বিতরণ নিশ্চিত করা হবে। বরাদ্দকৃত এসব অর্থ আগামী ২/৩ দিনের মধ্যেই বিতরণ সম্পন্ন হবে।
সূত্রটি আরো জানায়, উপজেলার ১১২৫জন ভিজিএফ কার্ডধারী অতি অসহায়, দরিদ্র ও দুঃস্থ পরিবারের মাঝে ৪৫০টাকা হারে মোট ৫০৬২৫০ টাকা বিতরণ করা হবে।
Leave a Reply