হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধি:
উৎসব মুখর পরিবেশে ব্রাসিলিয়াস্থ বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসার আমন্ত্রণে ২৫ জুন ২০২২ রাত্রি প্রথম প্রহরে পদ্মা সেতুর শুভ উদ্বোধনে শামিল হলেন ব্রাসিলিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশী নাগরিকগণ। রাষ্ট্রদূত দূতাবাস প্রাঙ্গণে প্রবাসী বাংলাদেশী এবং দূতাবাস পরিবারের সকল সদস্যদের সাথে নিয়ে উদ্বোধনী অনুষ্ঠানটি উপভোগ করেন।খবর বাপসনিউজ।
বাংলাদেশ থেকে ১৫০০০ কিলোমিটার দূরে রাষ্ট্রদূতের এই ধরনের উদ্যোগকে ব্রাজিল প্রবাসী বাংলাদেশীরা আন্তরিক সাধুবাদ জানান। অনুষ্ঠানের শুরুতেই পদ্মা বহুমুখী সেতু প্রকল্প বাস্তবায়নের তাৎপর্যকে উপজীব্য করে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কর্তৃক প্রেরিত বাণী পাঠ করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রদূত তাঁর শুভেচ্ছা বক্তব্যে বাংলাদেশের ক্রমঅগ্রসরমান অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখার জন্য প্রবাসী বাংলাদেশী ভাইবোনদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। পদ্মা সেতুকে বাংলাদেশ তথা বাঙ্গালী জাতির গৌরব ও আত্মসম্মানের মূর্ত প্রতীক হিসেবে উল্লেখ করে তিনি বলেন যে প্রতিটি প্রবাসী নাগরিক বাংলাদেশের এই অর্জনের সম্মানিত অংশীদার। স্বপ্নের পদ্মা সেতুর বাস্তবায়নের ফলে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার সম্ভাব্য ইতিবাচক দিক গুলোও তিনি আলোচনা করেন। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণে প্রধান মন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।
সবশেষে রাষ্ট্রদূত প্রবাসীদের সাথে নিয়ে কেক কাটেন এবং ঐতিহ্যবাহী বাঙ্গালী মিষ্টান্ন সহযোগে মিষ্টিমুখ করেন।
Leave a Reply