কুলাউড়ার বৃহত্তর সামাজিক সংগঠন, সবুজ সিংহ কুলাউড়া ক্লাবের আয়োজনে: সৌদি আরব প্রবাসী মোঃ ইব্রাহীম আলীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
রোজ শনিবার -১২:০৫:২০২৩ইং, রাত ৮ টার সময়, কুলাউড়ার উত্তর বাজার ফুড হাউস এ সংবর্ধনা দেওয়া হয়েছে।
বিদায়ী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সবুজ সিংহ কুলাউড়া সভাপতি আব্দুল বাছিত, সঞ্চালনা করেন সবুজ সিংহ কুলাউড়ার সাধারণ সম্পাদক মোঃ পারভেজ বখস,
সম্বর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইব্রাহীম আলী, এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি সিপার বখস, সহ সভাপতি জুবেল আহমদ, সহ সভাপতি জিসান, কুলাউড়া শ্রমিক ইউনিয়ন ২৩৫৯ চৌমুহনা লাইনের সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল বখস পাবেল, সাংগঠনিক সম্পাদক আবির ইসলাম রিংকু বখস, শিপন আহমদ,মাহি, সাকিব, সামাদ বক্স , মেড আপ,পলাশ মিয়া, রোজের, রেজা আহমদ প্রমুখ। সহ সবুজ সিংহ কুলাউড়া ক্লাবের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রবাস জীবন সুখেরও শান্তির হক ও উজ্জল জীবন কামনা করে দোয়ার মাধ্যমে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন করা হয়।
Leave a Reply