সোহেল রানাঃ
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে প্রায় দেড় বছর বন্ধের পর আজ ১২ সেপ্টেম্বর সারা দেশের মতোই কুড়িগ্রামের রাজারহাটে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের পাঠদান চলছে। শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে চলছে উৎসবের আমেজ। সেই সঙ্গে প্রাণোচ্ছল ফিরে পেয়েছে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে। সরকারি বিধিনিষেধ মেনেই রাজারহাট উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠান শুরু করেছে পাঠ দান।
রবিবার সকাল থেকে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে জেলা-উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তারা স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সরেজমিনে মনিটরিং করতে দেখা গেছে।
রবিবার সকালে রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে দেখা গেছে শিক্ষার্থীরা মূখে মাস্ক পরে স্কুলে প্রবেশ করছে। কয়েকটি স্কুলে গিয়ে দেখা গেছে সামাজিক দুরত্বসহ শতভাগ স্বাস্থ্যবিধি মেনেই শ্রেণীকক্ষে উৎসবের মধ্য দিয়ে পাঠদান করছেন শিক্ষার্থীরা। এছাড়াও রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের চওড়া বাজারে শিক্ষা প্রতিষ্ঠান
চওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেখা গেছে সামাজিক দূরত্ব বজায় রেখে ও মুখে মাক্স ব্যবহার করে পাঠদান করছেন শিক্ষার্থীরা।
রাজারহাট উপজেলার রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফুল ইসলাম বলেন,সরকারী নিদের্শনা মেনে গত এক সপ্তাহ ধরে পরিস্কার পরিছন্নতার,সমগ্র প্রতিষ্ঠান জীবাননাশক স্প্রে করা,ব্রেঞ্চ-চেয়ার-টেবিল ধোয়া-মোছা শেষ করে আজ নতুন রুপে আগের মতোই প্রাণ ফিরে পেয়েছে আমাদের প্রতিষ্ঠান। যেন শিক্ষক-শিক্ষার্থীদের ঢলে মূখরিত শিক্ষাঙ্গন। সুন্দর পরিবেশে পাঠদান চলছে।
রাজারহাট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.নজরুল ইসলাম বলেন, উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের আনন্দ উৎসবের মধ্য দিয়ে সরকারি বিধিনিষেধ মেনেই পাঠদান কার্যক্রম চলছে।
এছাড়াও জেলা-উপজেলার শিক্ষা কর্মকর্তারা শিক্ষা
প্রতিষ্ঠানগুলো মনিটরিং করছে। উপজেলা জুড়ে সকল শিক্ষাপ্রতিষ্ঠান এক সপ্তাহ আগেই কিছু প্রতিষ্ঠান দুই-এক আগেই ধোয়া-মোছার কাজ সম্পূর্ণ করে রবিবার থেকে পাঠদান পরিচালনা করছেন। চর অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে ও সরকারী নির্দেশ মোতাবেক স্বাস্থ্য বিধি মেনে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান
গুলো।