প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২০, ২০২৫, ১০:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩, ২০২১, ৩:২২ পি.এম
ফটিকছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব এক পরিবার
ফটিকছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব এক পরিবার
মোঃ আবু তৈয়ব. হাটহাজারী ( চট্টগ্রাম) প্রতিনিধিঃ
পূর্ব শত্রুতার জেরে আগুন
লাগিয়েছে দাবী পরিবারের
ফটিকছড়ির লেলাং ইউনিয়নের চম্পাতলী এলাকার নাজির আলী সওদাগর বাড়ি প্রকাশ আছমার বাপের বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে নিঃস্ব এক পরিবার।সোমবার (১ মার্চ) আনুমানিক ভোর ৪ টার সময় মাহাবুবুল আলমের কাঁচা ঘরে অগ্নিকান্ড সংঘটিত হয়।অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক ৫০ লাখ টাকা হবে বলে প্রাথমিকভাবে অনুমান করা হয়েছে।
মাহাবুবুল আলমের মেয়ে ফারজানা ইয়াছমিন কলি বলেন, ঘরে শুধু আমার আম্মু আর আমি ছিলাম। রাত আনুমানিক সাড়ে ৩ টার সময় হাঁসের ডাক শুনে আমার ঘুম ভেঙ্গে যায়। তখন মনে হয়েছিল ঘরের পিছনে কেউ ছিল, তিনি আবার ঘুমিয়ে যায়। তার অল্প কিছুক্ষণ পর দেখি চার দিক থেকে আগুন জ্বলছে, আমরা কোনমতে জান নিয়ে ঘর থেকে বের হয়েছে।
মাহাবুবুল আলম বলেন অগ্নিকান্ডে আমার ঘরের আসবাবপত্র, আমার ২ মেয়ে ও স্ত্রীর প্রায় ৩৫ ভরি স্বর্ণালংকার, একটি টিভিএস মোটর সাইকেল, পার্সপোর্ট, গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, নগদ টাকা সহ পুড়ে ছাই হয়ে যায়।আমার ছেলের অপারেশন হয়েছে গত কাল, আমি ও আমার বড় ছেলে শহরে ছিলাম। ঘরে কোন পুরুষ ছিল না, এই সুযোগে পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটিয়েছে। আমি চেয়ারম্যানের সাথে পরামর্শ করে আইনানুগ ব্যবস্থা নিব।
Copyright © 2025 dainikbijoyerbani.com. All rights reserved.