ফতেজংপুর ট্রিলিয়ন গোল্ড লিমি: কর্তৃক আবাদি জমি ও ফসল নষ্ট রোধে মানববন্ধন।
মো: জাহানুর ইসলাম (দিনাজপুর জেলা) প্রতিনিধি:
চিরিরবন্দর থানায় ফতেজংপুর ইউনিয়নে গড়ে উঠেছে শিল্প এলাকা,হয়েছে অনেক বেকার নর/নারীর কর্মস্থান, প্রায় ১৩/১৪ হাজার শ্রমিক কাজ করছে এই কোম্পানিতে। যানা গেছে সেখানে শুধু চুলের কাজ করা হয় এই চুল নানান রকমের বাহারি ডিজাইন করতে ব্যবহারিত হচ্ছে বিসাক্ত কেমিকেল যা মানব দেহ এবং পরিবেশের জন্য মারান্তক হ্মতিকর,
এই চুল রপ্তানি করছে নানান দেশে তার মধ্যে যেসব চুল নষ্ট হচ্ছে তা গভির রাএে পোড়ানো হচ্ছে এবং বিশাক্ত পানি গুলো কোন নিদিষ্ট স্থানে নয় বরং নানান জায়গায় ছেড়ে দিয়ে নষ্ট হচ্ছে কয়েক একর জমির ফসল এবং আশে পাশের যেসব পুকুর রয়েছে মরে যাচ্ছে কয়েক লহ্মাদিক টাকার মাছ, এবং যেখানে এই বিসাক্ত চুল পোড়ানো হয় তখন পুরো এলাকায় কালো ধোয়ায় ছেয়ে যায় বেশ কয়েকটি গ্রাম তখন শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয় সাধারন মানুষের তার আশে পাশের এলাকার গাছ গুলো মরে যাচ্ছে।
এর আগে ৩ নং ফতেজংপুরের চেয়ারম্যান (নূর মোহাম্মাদ) ও মেম্বার (হাচান আলী) কে এই বিষয়ে এলাকাবাসী অবহত করলে তারা ট্রিলিয়ন গোল্ড কোম্পানিকে জানালে মাঝখানে বন্ধ রাখলেও এখন গভীর রাতে চলছে চুল পোড়ানো।
অতিষ্ট হয়ে গেছে কৃষকরা,এদিকে এই করোনার মধ্যও চাষাবাদ করছে যারা তাদের এবার কোন ফসল ঘরে উঠবে না এমনটাই যানিয়েছে সেখানকার চাষীরা।
এই ধোয়ায় এলাকার বাচ্চাদের সহ নানা বয়সী মানুষের শ্বাসকষ্ট সহ নানা রোগ ব্যাধি দেখা যাচ্ছে কয়েক হাজার মানুষের। গ্রাম বাসীর চাওয়া এই বিসাক্ত পানি নিদিষ্ট স্থানে নিষ্কাশন যেন করা হয় এবং কোন ভাবেই সেখানে চুল পোড়ানো না হয় এর প্রতিকার চায় গ্রামবাসী সহ কৃষকরা এজন্য আজ ৫ দফা দাবি নিয়ে মানববন্ধন করেছে এলাকার ভূক্তভোগি সাধারন মানুষ। দাবী গুলো ছিল→
১। ৪০ একর তিন ফসলী আবাদি জমি নষ্ট করে ফ্যাক্টরি নির্মাণ।
২। চুল পোড়ার কারনে কালো ধোয়া ও ফ্যাক্টরীর দূষিত পানি নিষ্কাশনেরর ব্যাবস্থা না থাকায় এলাকায় দূর্গন্ধ ছড়ায়।
৩। চাকরির হ্মেএে এলাকার লোকের অগ্রধিকার না দেওয়া।
৪। ফ্যাক্টরীর দূষিত পানি নিষ্কাশনের ব্যাবস্থা না থাকায় এলাকার খাল- বিল, নদী নালার পানি দূষিত ও মাছ উৎপাদনে অব্যহত হচ্ছে।
৫। জেনারেটর শব্দ দূষন ও কালো ধোয়ায় পরিবেশ দূষন হচ্ছে।