সুজল খাঁন, সাংবাদিকঃ র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদ্ঘাটন, জঙ্গিবাদ দমন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমানে সামাজিক/পারিবারিক মূল্যেবোধ এবং নৈতিকতার অবক্ষয়ের কারনে ধর্ষণের মতো জঘন্য অপরাধ সংঘটিত হচ্ছে। ধর্ষণ সহ অন্যান্য যে কোন অপরাধের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে র্যাব দ্রুত অভিযান পরিচালনা করে থাকে এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামীকে বিচারের সম্মুখীন করতে বদ্ধপরিকর।
র্যাব-৮, ফরিদপুর ক্যাম্পে অনেক ভুক্তভোগী বিভিন্ন সময় বিভিন্ন অপরাধের অভিযোগ দায়ের করে থাকে। এরই ধারাবাহিকতায় র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে ফরিদপুর কোতয়ালী থানার মামলা নং-৫২, তারিখ ১৯/১১/২০২০ ইং এজাহারভূক্ত আসামী ০১। মোঃ মিজানুর রহমান মিজান(৩৫), পিতা-মৃত আব্দুল লতিফ খন্দকার সাং-আলিপুর, থানা ও জেলা-ফরিদপুর’কে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন আলিপুর গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে আটক করে। উল্লেখ্য যে, আটকৃত আসামীর বিরুদ্ধে আপত্তিকর ছবি ও ভিডিও ধারনের মাধ্যমে ফরিদপুর শহরের একজন গণ্যমান ব্যক্তির কাছ থেকে হুমকির মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগ আসে। পরবর্তীতে তার বিরুদ্ধে ফরিদপুর কোতয়ালী থানায় মামলা রুজু হলে র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল তাকে পশ্চিম আলিপুর গ্রাম এলাকা হতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ফরিদপুর কোতয়ালী থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইন-২০১২ এর ধারা ৮(১)(২)(৭)তৎসহ ৩৮৫ মামলা করে। আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলে আসামী তার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য বলে স্বীকার করে। পরবর্তীতে রুজুকৃত মামলার আসামীকে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়।