বাহার উদ্দিন, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
দৈনিক যুগান্তরের ২৫ বছরে পদাপর্ণ উপলক্ষে ফুলপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সোমবার কেক কাটা ও আলোচনা সভা হয়েছে। দৈনিক যুগান্তর প্রতিনিধি মোঃ নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ.বি.এম আরিফুল ইসলাম, ফুলপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান কামু, ফুলপুর থানার সেকেন্ড অফিসার মেহেদী হাসান সুমন। উপস্থিত ছিলেন ফুলপুর প্রেসক্লাব সহ সভাপতি ক্বারী সুলতান আহাম্মাদ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ নাফিউল্ল্াহ সৈকত, দপ্তর সম্পাদক আবু রায়হান, সাহিত্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক বাহার উদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদক তপু রায়হান রাব্বি, তথ্য ও যোগাযোগ সম্পাদক সেলিম রানা, সাংবাদিক নুর হোসেন খান, হাকীম এমএ শামীম, শরিফুল ইসলাম, যুগান্তর স্বজন সমাবেশ ফুলপুর শাখার সভাপতি আব্দুর রহমান রনি, স্বজন মাওলানা লোকমান হোসেন প্রমুখ।