ময়মনসিংহের ফুলপুরে অদ্য ১১মে বৃহস্পতিবার সকাল দশটা ফুলপুর পাইলট উচ্চ বিদ্যালয় ফুটবল খেলার মাঠে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউনিসেফ বাংলাদেশের এর যৌথ আয়োজন ফুলপুর উপজেলায় শিশু-কিশোর ক্রীড়া প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান অনুষ্ঠিত। খেলায় অংশগ্রহণকারী ছাত্র সংখ্যা ছিল ১২০ জন। ছাত্রীর সংখ্যা ১২০ জন। ফুটবল, ভলিবল, ক্রিকেট ,কাবাডি ও ব্যাডমিন্টন
এই পাচঁটি ইভেন্টে খেলা অনুষ্ঠিত হয়েছে। ইতিমধ্যে উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ফুলপুর উপজেলার জনবান্ধব নির্বাহী কর্মকর্তা এম. সাজ্জাদুল হাসান ইউএনও মহোদয়। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম(রাসেল), ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসার আব্দুল বারী, ফুলপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ রওশন আরা, ফুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা ইয়াসমিন রিটা, জেলা ক্রীড়া অফিস সহকারি নাসির উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আনিসুর রহমান স্বপন, ভাষ্যকার মাজহারুল হক সোহেল
Leave a Reply