বাহার উদ্দিন, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলপুরে উপজেলাতে (৩০ এপ্রিল ২০২৩ইং)ময়মনসিংহ বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার জনাব মোঃ শফিকুর রেজা বিশ্বাস ফুলপুর উপজেলা পরিদর্শন করেন। ইতিমধ্যে তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করেন উপজেলা প্রশাসন। এসময় তিনি ফুলপুর উপজেলা ভূমি অফিস, ফুলপুর থানা, উপজেলা পরিষদ ও উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয় সহ অন্যান্য চলমান উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করেন। উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত আসন, উপজেলা পরিষদ এর নিজস্ব এম্বুলেন্স এর উদ্বোধনসহ বৃক্ষ রোপন করেন।
এছাড়াও ৫নং ফুলপুর ইউপি পরিদর্শন ও চলমান এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মো: মোস্তাফিজার রহমান, উপজেলা নির্বাহী অফিসার জনাব এম সাজ্জাদুল হাসান , উপজেলা চেয়ারম্যান জনাব আতাউল করিম রাসেল, মন্ত্রী মহোদয়ের প্রতিনিধি ও আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক, অধ্যাপক হাবিবুর রহমান, পৌর মেয়র বাবু শশধর সেন,ফুলপুর থানার পুলিশ কর্মকর্তা অফিসার ইনচার্জ ওসি আব্দুল্লাহ আল মামুন, বীর মুক্তিযোদ্ধা, অন্যান্য সকল দপ্তরের অফিসার ও স্টাফবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংংবাদিক বৃন্দ।