"ফুলপুর প্রেসক্লাবের ইফতার মাহফিল"
বাহার উদ্দিন, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
ফুলপুর প্রেসক্লাবের উদ্যোগে আতিক মটরস্ এর সৌজন্যে (১২ এপ্রিল) বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ফুলপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ নাজিম উদ্দিনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল, উপজেলা নিবার্হী অফিসার প্রেসক্লাব উপদেষ্টা এম সাজ্জাদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি ) অমিত রায়, গ্রমাউস নির্বাহী পরিচালক সাবেক জেলা পরিষদ সদস্য আব্দুল খালেক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকি, ফুলপুর থানার সেকেন্ড অফিসার মেহেদি হাসান সুমন, উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, একাডেমিক সুপারভাইজার পরিতোষ সুত্রধর, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল হাসান কামু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তানজিল আহমেদ, উপজেলা জাতীয় পার্টির সভাপতি এনায়েত হোসেন মন্ডল, বিশিষ্ট সমাজসেবক একেএম সিরাজুল হক, নূর মোহাম্মদ তারাকী বাবুল, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাসুদ রানা, স্বেচ্ছাসেকলীগ নেতা মাহবুবুর রহমান, আশিক তালুকদার, তারাকান্দা মডেল প্রেসক্লাব সভাপতি নাজমুল হক, স্কাউট সদস্য, স্বেচ্ছাসেবী সংগঠন ফুলপুর পরিবার ও প্রেসক্লাবের নেতৃবৃন্দ। বিশিষ্ট সমাজকর্মী প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক এর সঞ্চালনায় বিশেষ মোনাজাত করেন, ফুলপুর প্রেসক্লাব সহ- সভাপতি পীরে কামেল মাওলানা ক্বারী সুলতান আহম্মাদ। উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে অনুষ্ঠান সফল করতে প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান আকন্দ সহ বিশিষ্ট সাংবাদিক মোকছেদুল হক দুলাল, নজরুল ইসলাম ফকির, আবু রায়হান, বাহার উদ্দিন, তপু রায়হান রাব্বি, এম মোতালেব সরকার, আব্দুর রহমান রনি, মফিদুল ইসলাম, সেলিম রানা, জুয়েল রানা, গোলাম মোস্তফা,বাবু প্রমুখ।