এসএম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি- (১৫ মে) সোমবার সকাল ১০ ঘটিকায় দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ রুদ্রানী বিওপির টহল কমান্ডার নায়েক রিংকু রঞ্জন সুত্রধর এর নেতৃত্বে সীমান্ত পিলার ৩০৩/৩-এস (জিআর- ৮২২১৮৩, ম্যাপসীট নং ৭৮/সি-১৫) হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মধ্য রুদ্রানী রাস্তার পাশে বাড়ির সামনে হতে ১১৬ বোতল ভারতীয় ফেন্সিডিল, ০১টি মোটর সাইকেল, ০৩টি মোবাইল, ০৩টি সীমকার্ড এবং ০১টি প্লাষ্টিকের বস্তাসহ (ক) মোঃ হানিফ সরকার (৩৫), পিতা- মোঃ বেলাল সরকার, গ্রাম- রুদ্রানী, ডাকঘর- জামগ্রাম, থানা- ফুলবাড়ী, জেলা- দিনাজপুর (খ) মোঃ রেজাউল করিম (৫৫), পিতা- মৃত খলিলুর রহমান, গ্রাম- বিষাপাড়া (গ) মোঃ মনিরুল হক(৫০), পিতা- মৃত মোবারক হোসেন, গ্রাম- নওপাড়া উভয়ের ডাকঘর- বোয়ালদা, থানা- হাকিমপুর, জেলা-দিনাজপুরকে আটক করতে সক্ষম হয়। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ২,০৩,০১৫/- (দুই লক্ষ তিন হাজার পনের) টাকা। উল্লেখ্য যে, আটককৃত আসামীসহ জব্দকৃত মালামাল দিনাজপুর জেলার ফুলবাড়ী থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন।