সাজাদুর রহমান সাজু
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলকর ১১নং ফুলবাড়ী ইউনিয়নের ৭,৮ ও ৯নং ওয়ার্ডের কুঞ্জমানঞ্চা, বামনকুড়ি, ভাগদরিয়া,কাউয়াগাড়ী ও বড় সাতাইল বাতাইল গ্রাম বাসীদের মাঝে করোনাকালীন সময়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষে মাস্ক বিতরন করেন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য মহিলা মেম্বর প্রার্থী মোছাঃ হেনা বেগম। তিনি দুই হাজার মানুষের মধ্যে মাস্ক বিতরন করেন। হেনা বেগম বিগত নির্বাচনে প্রার্থী ছিলেন তিনি সামান্য ভোটে পরাজিত হন। তবুও সব সময় এলাকা বাসীর সুখে দুঃখে তাদের পাশে আছেন।এলাকার মসজিদ,মাদ্রাসা এতিমখানা, গরীব দুঃস্থ অসহায মানুষের মেয়ের বিবাহ অসুস্থ রোগীদের চিকিৎসার সহযোগিতা অব্যাহত রেখেছেন। হেনা বেগমের স্বামী আব্দুস ছামাদ ভুট্টু গোবিন্দগঞ্জ উপজেলা হাট বাজার কুলি শ্রমিক ইউনিয়নের নির্বাচিত সাংগঠনিক সম্পাদক, সেও সব সময় এলাকা বাসী সাথে মিলে মিশে চলাফেরা করেন।
মাস্ক বিতরন কালে হেনা বেগম বলেন নির্বাচনে তিনি জয়ী হলে মানুষের সেবায় নিজেকে সর্বদা নিয়োজিত করার অঙ্গিকার ব্যক্ত করেন।
Leave a Reply