ফুলবাড়ীতে সাড়ে ১৪ ঘণ্টার ব্যবধানে একইস্থানে আবারো ট্রেন দুর্ঘটনা
মো: জাহানুর ইসলাম (দিনাজপুর জেলা) প্রতিনিধি:
জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় ১২ বাসযাত্রী নিহতের রেশ কাটতে না কাটতেই দিনাজপুরের ফুলবাড়ীতে মালবাহী ট্রেন ও ট্রাকের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে ট্রাকের নিচে চাপা পড়ে রেলক্রসিংয়ের গেটম্যান সুশান্ত কুমার দাস (৩২)নিহত হয়েছেন।
সোমবার দিবাগত রাত একটার দিকে ফুলবাড়ী রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর চার ঘণ্টা ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল।
ফুলবাড়ী রেলওয়ে স্টেশন মাস্টার ইসরাফিল সরকার জানান, সোমবার রাত ১টা ৪ মিনিটে বিরামপুর থেকে ২৩ আপ একটি মালবাহী ট্রেন ফুলবাড়ী স্টেশনের ১নং লাইনে প্রবেশ করে। এর ১ মিনিট পরে পার্বতীপুর থেকে আসা এমজিবিসি নামক মালবাহী ট্রেনটি স্টেশনের অনুমতি না নিয়ে স্টেশনের ১নং লাইনে প্রবেশের চেষ্টা করে। এ সময় স্টেশন থেকে ৫০০ গজ উত্তর দিকে ফুলবাড়ী রেলঘুন্টি নামকস্থানে ঠাকুরগাঁও থেকে বগুড়াগামী চাল বোঝাই একটি ট্রাক ট্রেনটিকে ধাক্কা দেয় এবং রাস্তার সাইডে পড়ে যায়। এতে যানটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয় গেটম্যান সুশান্ত কুমার। সকাল ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
Leave a Reply