মোঃ ইকবাল হোসেন বোরহানউদ্দিন প্রতিনিধিঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশ বোরহানউদ্দিন উপজেলা সাখা কর্তিক আয়োজিত প্রতিবাদ সমাবেশ আজ শুক্রবার জুমাবাদ বোরহানউদ্দিন চৌরাস্তা অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলনের বোরহানউদ্দিন শাখা কর্তৃক আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের বোরহানউদ্দিন থানা শাখার সভাপতি এ কে এম ইদ্রিস, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মমিন,ইসলামী শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন মাতাব্বর, ইশা ছাত্র আন্দোলনের সভাপতি হাফেজ মোঃ ইয়ামিন, বোরহানউদ্দিন ইসলামী আন্দোলনের সাবেক সাধারন সম্পাদক এইচ এম মাহমুদুল হাসান, ইসলামী যুব আন্দোলন বোরহানউদ্দিন থানা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়জুল্লাহ।
গত বুধবার রাতে জয়রাম এবং গৌরাঙ্গ নামের দুটি মেসেঞ্জার আইডির মধ্যেকার কথোপকথন সামাজিক যোগাযোগ এর মাধ্যমে ভাইরাল হয়, এ নিয়ে মুসলমানদের মধ্যে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।ক্ষোভে ফেটে পড়েন হাজার হাজার মুসলিম জনতা।
এই ঘটনার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ শুক্রবার জুমার নামাজের পরে বোরহানউদ্দিন চৌরাস্তা প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছেন।সমাবেশে বোরহানউদ্দিন থানার বিভিন্ন এলাকার হাজার হাজার মানুষ অংশ নেয়।যাদের মধ্যে ছিলেন বিভিন্ন মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক -শিক্ষার্থী ও ইসলামী আন্দোলনের বিভিন্ন ইসলামী সংগঠনের প্রতিবাদ সমাবেশে হাজার হাজার মানুষ কে সমাবেশ থেকে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে জুমার নামাজের আগে বোরহানউদ্দিন উপজেলার প্রধান প্রধান মসজিদের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়, যাতে কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় ।
এর আগে ভোলা সার্বজনীন পূজা উৎযাপন কমিটির সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে তার নিজস্ব ফেজবুক আইডি থেকে জয়রাম নামের একটি ফেইজবুক আইডির সাথে নবী মোহাম্মদ (সাঃ) কে বাজে কুটক্তির কথোপকথনের তথ্য গত ১৫ই সেপ্টেম্বর বুধবার রাঁত ১২ টার সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ নিয়ে ধর্মপ্রাণ মুসলমান ক্ষোভ প্রকাশ করতে ভোলার রাজপথে নেমে আসেন। বিষয়টি নিয়ে দিনভর পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে। ঘটনার পর দিন দুপুরে অভিযুক্ত গৌরাঙ্গ চন্দ্র দে ভোলা সদর থানায় হাজির হয়ে নিজেকে নির্দোশ দাবি ও তার আইডি হ্যাক করা হয়েছে মর্মে একটি জিডি করেন। এই ঘটনার জেরে ভোলা ঈমান আকিদা সংরক্ষণ কমিটি ঘটনাটিকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা হচ্ছে বলে বিকাল ৩ টার সময় ভোলা সদর কালীনাথ রায়ের বাজারের হাচ খোলা জামে মসজিদের সামনে প্রতিবাদ সমাবেশের ডাক দেন
গত বৃহস্পতিবার (বিকাল ৩ টা)’র সময় পুলিশ ও র্যাব সমাবেশ স্থানটি ব্যারিকেড করে রাখলেও বিচ্ছিন্নভাবে মুসল্লিরা জরো হয়ে সমাবেশ করেন। সমাবেশে তারা প্রশাসনকে ৭২ ঘন্টা আল্টিমেটাম দিয়ে বলেন, এই সময়য়ের মধ্যে গৌরাঙ্গ চন্দ্রকে আটক না করলে ভোলাসহ সারাদেশ অচল করে দেয়া হবে।
এদিকে আইন শৃঙ্খলা বাহীনির বরাত দিয়ে বলা হয়, আমরা বিষয়টি নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছি, অরাধী যেই হোক তাকে কঠোর শাস্তি ভোগ করতে হবে। অসমর্থীত পুলিশের একটি সুত্র বলছে, পুলিশ গৌরাঙ্গ চন্দ্রকে দুপুরে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার সাংবাদিকদের বলেন, নবী মোহাম্মদ (সঃ) নিয়ে যে বা যাহারা কুটক্তি করার সাহস দেখিয়েছে তাদের কাউকে কোন প্রকার ছাড় দেয়া হবেনা। আমরা খুব দ্রুত অপরাধী আইনের আওতায় নিয়ে আসবো। তিনি ধর্মপ্রাণ মুসলিমদের শান্ত থেকে আইনের প্রতি আস্থাশীল হওয়ার অনুরোধ করেন।