সৌরভ মজুমদার ,ছাগলনাইয়া প্রতিনিধি:-
ফেনীতে আজ মঙ্গলবার (১০ আগষ্ট) পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮ হাজার ৮শ ৬৫ জনে। গত ২৪ ঘন্টায় নতুন করে ৮৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। করোনা সংক্রমণের হার ২০.৩৩ শতাংশ। ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে অক্সিজেন সেবা পাচ্ছেন ১শ ২৭ জন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার (১০ আগষ্ট) নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ মলিকুলার ল্যাবে ফেনী জেলার ২শ ৬৪ টি ও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ফেনী জেনারেল হাসপাতালে ১শ ৫৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে নতুন করে ৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সদর উপজেলায় ৩৭ জন, দাগনভূঞায় ১১ জন, সোনাগাজীতে ৬ জন, ছাগলনাইয়ায় ১২ জন, পরশুরামে ১৪ জন ও ফুলগাজীতে ৫ জন। নতুন করে সুস্থ হয়েছেন ২শ ৫ জন। সর্বমোট সুস্থ ৬ হাজার ৯শ ৩৪ জন।
ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আবুল খায়ের মিয়াজী জানান, গত ২৪ ঘন্টায় ফেনী জেনারেল হাসপাতালে ২৪ জন নতুন ভর্তি রোগী সহ মোট ভর্তি রয়েছে ১শ ২৭ জন। এদের মধ্যে করোনা পজেটিভ ২৯ জন। আইসিইউ ও এইচডিউতে রয়েছেন ১৯ জন।
সিভিল সার্জন ডাঃ রফিক উস সালেহীন জানান, গত ২৪ ঘন্টায় ৮৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ২০.৩৩ শতাংশ। ফেনীতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জেলায় সিভিল সার্জন ডাঃ সাজ্জাদ হোসেন সহ ১শ ১২ জনের মৃত্যু হয়েছে।
তবে স্বাস্থ্য বিভাগের একটি সূত্র জানায়, ফেনীতে আক্রান্ত অনেক রোগী উন্নত চিকিৎসা নিতে যেয়ে ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে মারা গেলেও বেশিরভাগ মৃতব্যক্তিদের সংখ্যা জেলার স্বাস্থ্য বিভাগে তালিকায় যোগ হয়নি।