এ,কে বিপ্লব।
ফেনী জেলা প্রতিনিধি
-
২৯ সেপ্টেম্বর -২১, ফেনীতে কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় টেনশনে মৃত্যু বরন কারী হোটেল
শ্রমিক কোহিনুরের অপমৃত্যুতে ক্ষতি পূরন দাবি ও দুটি গাড়ি ফেরত চেয়ে ফেনী জেলা প্রশাসককে বিকেল এক স্মারক লিপি প্রদান। কাশেম হোটেলের মহিলা শ্রমিক কহিনুর ২২ সেপ্টেম্বর কিস্তি পরিশোধের টেনশনে ঘুরে পডে মারা যান। তার স্বামী জাহাঙ্গীর সহ তার দুই ছেলে ও দুই মেয়ে আছে।
অভাবী কহিনুর বেচে থাকার জন্য নিজ স্বামী জাহাঙ্গীর কে একটি অটোরিকশা ও সদ্য বিবাহিত মেয়ের জামাইকে একটি টমটম কিনে দিয়েছিল।
ফেনী পৌরসভার কর্মচারিরা গাড়ি দুটি আটক করিলে কহিনুর অসহায় হযে ফেনী পৌরসভার মেয়র সহ বিভিন্ন পর্যায তদবির করেন এবং মৃত্যুর পথ যাত্রী হন।
ফেনী জেলা হোটেল রেষ্টুরেন্ট এন্ড সুইটসমিট শ্রমিক ইউনিয়ন এর উদ্যোগে সহকর্মী কহিনুরের গাড়ি ফেরত ও ক্ষতি পূরন দাবি করে স্মারক লিপি প্রদানপূর্ব এক মানববন্ধনে বক্তব্য রাখেন - ফেনী বারের বিশিষ্ট আইনজীবী এড সমির চন্দ কর, শ্রমিক কর্মচারি ঐক্য পরিষদ ফেণীর ( স্কপ) সাধারণ সম্পাদক মাসুদ খোন্দকার, ফেনী জেলা টমটম শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, ফেনী জেলা দর্জ্জি শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক মির্জা আবদুল হালিম, ফেনী জেলা হোটেল রেষ্টুরেন্ট এন্ড সুইটসমিট শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক মোঃ ইয়াহিয়া খান ও সিএনজি শ্রমিক নেতা সাহাব উদ্দিন প্রমূখ।
ব্ক্তরা ফেনী পৌরসভায় আটককৃত রিক্সা ইজিবাইক ও টমটম ফেরত প্রদানের দাবি জানান। বক্তারা আরো বলেন সারা দেশে পরিবেশে বান্ধব গরিবের বাহন সহজলভ্য ইজিবাইক ও টমটম চলছে অথচ ফেনীতে এর ব্যতিক্রম। তারা টমটম চলাচলের অনুমতি দাবী করেন। সভায় বিপুল সংখ্যক শ্রমিক উপস্থিত ছিলেন।