আবদুল করিম বিপ্লব
ফেনী প্রতিনিধিঃ
ফেনীতে ইভটিজিং, ছিনতাই, মাদক ক্রয়-বিক্রয়, স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীদের অবাধ আড্ডা সহ সকল নানা অপরাধ কর্মকান্ড প্রতিরোধ করতে চালু হয়েছে কুইক টিম সেবা।
ফেনী নিরাপত্তা ও সহিংসতা রুখতে এবং দ্রুত সহায়তা প্রদানের লক্ষ্যে কুইক রেসপন্স টিম (কিউআরটি) চালু করেন ফেনী জেলা পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন।
বুধবার (২৪ নভেম্বর) ২০ সদস্যের কুইক রেসপন্স টিম শহরের মহিপাল ও সদর হাসপাতাল এলাকায় ১০ জন করে করে কঠোর অবস্থায় অবস্থান করে তাদের যাত্রা শুরু করেন।
মহিপালে পরিদর্শক আবু জাপরের নেতৃত্বে ১০ জন চৌকশ পুলিশ দায়িত্ব পালন করে।
পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন বলেন, ফেনী বাসীর নিরাপত্তা ও সহিংসতা সামাজিক অপরাধগুলো যেমন ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা সরাসরি প্রতিরোধ করার উপায় একটু কঠিন। এজন্য কুইক রেসপন্স টিম গঠন ও হটলাইন চালু করা হয়েছে।
নারীরা রাস্তায় বা অন্য কোথাও অনিরাপদ বোধ করলে বা বিপদে পড়লে এই টিমের হটলাইনে যোগাযোগ করে তাৎক্ষণিক সাহায্য নিতে পারবেন।