ফেনীর ছাগলনাইয়ায় অস্ত্রসহ এক সন্ত্রাসীকে আটক করেছে র্যাব-৭ ফেনী
ফেনীপ্রতিনিধি: এ কে বিপ্লব। ফেনীর ছাগলনাইয়া উপজেলাধীন,৫ নং মহামায়া ইউনিয়নস্থ বক্তারহাট বাজারে ইয়াছিন ট্রেডার্স নামক দোকানের সামনে পাঁকা রাস্তার উপর ৫ মে অভিযান চালিয়ে,দেশীয় তৈরী একটি এলজি,এক রাউন্ড কার্তুজ ও একটি মোটরসাইকেলসহ ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়ন্থ ফকিরের খিল গ্রামের কাজী আবদুল গফুরের পুত্র,কাজী আজিম হোসেন (২৩) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে,র্যাব-৭ ফেনী ক্যাম্পের জোয়ানরা।
জানাযায় সন্ত্রাসী আজিম বক্তারহাট এলাকায় জৈনক সন্ত্রাসীর কাছথেকে অস্ত্র কিনতে এসে র্যাবের জালে আটকা পড়ে।র্যাব-৭ ফেনী ক্যাম্পের জোয়ানরা অস্ত্রসহ আটককৃত সন্ত্রাসী আজিমের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দিয়ে ৬ মে ছাগলনাইয়া থানায় সোপর্দ করেন। ছাগলনাইয়া থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুল আলম র্যাবের হাতে অস্ত্রসহ আটককৃত এক সন্ত্রাসীকে ছাগলনাইয়া থানায় সোপর্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন এবং আটককৃত আসামীকে ৬ মে ফেনী আদালতে প্রেরণ করার বিষয়টিও নিশ্চিত করেন তিনি।