সৌরভ মজুমদার ,ছাগলনাইয়া প্রতিনিধি :-
ফেনীর ছাগলনাইয়ায় জাতির পিতার জ্যেষ্ঠপুত্র, বীর মুক্তিযোদ্ধা ,শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর জন্মদিন উপলক্ষে উনার স্মৃতি সংরক্ষণের লক্ষ্যে ,ফেনীর ছাগলনাইয়া জিরোপয়েন্টে "শেখ কামাল স্মৃতি চত্ত্বর" এর শুভ উদ্বোধন করেন ফেনী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফেনী ২ আসনের মাননীয় সংসদ জনাব নিজাম উদ্দিন হাজারী এমপি মহোদয়।
এসময় উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মেজবাউল হায়দার চৌধুরী সোহেল ,ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব নিজাম উদ্দিন মজুমদার, ছাগলনাইয়া উপজেলা বিআরডিবির চেয়ারম্যান জনাব মজিবুর রহমান মুজিব ,ছাগলনাইয়া পৌরসভার মেয়র জনাব এম মোস্তফা ,উপজেলা যুবলীগর সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান ,জনাব এনাম মজুমদার ,উপজেলা ছাত্রলীগ এর সভাপতি জিয়াউল হক দিদার ,নুর মোহাম্মদ ননি সহ উপজেলা আওয়ামী লীগ ,যুব লীগ ,কৃষক লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ সহযোগী ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন ।
ফেনী জেলা আওয়ামী লীগ এর পক্ষ থেকে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,ফেনী পৌরসভার মেয়র জনাব নজরুল ইসলাম স্বপন মিয়াজী ,ফেনী সদর উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক বাবু শুশেন চন্দ্র শীল প্রমূখ ।
জনাযায় ,১৯৭৩ সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা মার্কার ভোট চাইতে ফেনীর ছাগলনাইয়ায় এক জনসভায় যোগ দেন বঙ্গবন্ধু পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামাল। উনার নামে চত্ত্বর স্থাপনের মধ্য দিয়ে অমর স্মৃতি সংরক্ষণের উদ্যোগ নিয়েছে ফেনী জেলা আওয়ামী লীগ।