ফেনীর ছাগলনাইয়ায় ৪র্থ দিনে ভ্যাকসিন নিয়েছেন জনপ্রতিনিধিরাসহ ২২০ জন ।
সৌরভ মজুমদার ,ছাগলনাইয়া, ফেনী প্রতিনিধি:-
ফেনীর ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ টিকাদান কর্মসূচির ৪র্থ দিনে ভ্যাকসিন গ্রহণ করেছেন ২২০ জন। ১০ই ফেব্রুয়ারি বুধবার সকাল ৯টা থেকে দুপুর ২ঃ৩০ টা পর্যন্ত ধারাবাহিকভাবে ভ্যাকসিন প্রদান কার্যক্রম অব্যাহত থাকে। এইদিন সকাল থেকে উপজেলার বিশিষ্ট জনপ্রতিনিধিদের দেখা যায় ভ্যাকসিন নিতে।
উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে ৪র্থ দিনের কোভিড- ১৯ ভ্যাকসিন গ্রহণ করেন ছাগলনাইয়া পৌর আ’লীগের সভাপতি মেয়র এম. মোস্তফা, ছাগলনাইয়া উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক কাজী ওমর ফারুক, ছাগলনাইয়া থানার সেকেন্ড অফিসার মনির আলী, ছাগলনাইয়া বঙ্গবন্ধু ব্লাড ব্যাংক’র সভাপতি ও ৩নং পৌর কাউন্সিলর কামাল উদ্দিন খোকন পাটোয়ারী, প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আবুল হাসান, ফুলগাজী নিউজ ও ফেনীর প্রতিদিন এর রিপোর্টার ইকবাল হোসেন সাব্বির, সাংবাদিক এনায়েত উল্যাহ সোহেল’র বাবা জনতা ব্যাংক লিঃ ছাগলনাইয়া শাখার সিনিয়র অফিসার (অব:) মোঃ এবাদ উল্যাহ, ৮নং রাধানগর ইউনিয়ন চেয়ারম্যান রবিউল হক চৌধুরী মাহবুবসহ প্রমুখ।
কোভিড ১৯ এর ভ্যাকসিন কার্যক্রম পর্যবেক্ষণ করেন ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শিহাব উদ্দিন রানা।
কার্যক্রমে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে আসছেন বঙ্গবন্ধু ব্লাড ব্যাংক ছাগলনাইয়া‘র স্বেচ্ছাসেবীরা।