ফেনীর ছাগলনাইয়া প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত ।
সৌরভ মজুমদার ,ছাগলনাইয়া প্রতিনিধিঃ ছাগলনাইয়া প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি শেখ কামাল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নির্বাচিত হয়েছেন ।
আজ শুক্রবার বিকেলে ( ২৬ ফেব্রুয়ারী ২০২১) ছাগলনাইয়া প্রেসক্লাব’র নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে শেখ কামাল সভাপতি পদে নির্বাচিত, তার নিকটতম প্রার্থী আবুল হাসান। সাধারণ সম্পাদক পদে নজরুল ইসলাম চৌধুরী নির্বাচিত, নিকটতম প্রার্থী নিজাম উদ্দিন মজুমদার সজিব।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ শাহ আলম এবং মোঃ মাসুম বিল্লাহ ভূঁইয়া।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত কাজী নুরুল আলম নিলু, নিকটতম প্রার্থী জিয়াউল হক রুবেল।
অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক এনায়েত উল্লাহ সোহেল , প্রচার সম্পাদক যতিন্দ্র সুত্রধর, ক্রিড়া সম্পাদক আবদুল হান্নান,
প্রেস ক্লাবের কার্যকরী সদস্যরা হলেন, মোহাম্মদ মোস্তফা, মুহাম্মদ আবুল হাসান, এবিএম নিজাম উদ্দিন , শাহ মোঃ জিয়াউল হক রুবেল চৌধুরী , রফিক উদ্দিন, কফিল উদ্দিন, মোঃ মাজহারুল ইসলাম ভূঁইয়া, আবু তৈয়ব টিপু, মহিব উল্লাহ প্রমূখ।
প্রেসক্লাবের আহবায়ক মোঃ মোস্তফা এর সভাপতিত্বে এবং সদস্য রফিক উদ্দিনের সঞ্চালনায় সভায় সাংবাদিকরা বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন।
নির্বাচন পরিচালনা করেন চাঁদগাজী হাই স্কুল কলেজের সিনিয়র শিক্ষক কবির আহমেদ সিদ্দিকী।