1. [email protected] : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. [email protected] : Hasan :
  3. [email protected] : dev : dev
ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত । - dainikbijoyerbani.com
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৩:১১ পূর্বাহ্ন
ad

ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত ।

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১
  • ১১০ Time View

ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত ।
সৌরভ মজুমদার ,ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি:-
ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সভাপতি পদপ্রার্থী নুর হোসেন ১৬২ ভোট পেয়ে সভাপতি পদে এবং সমমনা পরিষদের গোলাম কিবরিয়া ভূঁঞা ১৩৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী যথাক্রমে শেখ মোহাম্মদ বাহার ১১০ ভোট ও মোহাং গিয়াস উদ্দিন ১৩৫ ভোট পান।

আইনজীবী সমিতি ভবনে নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ প্রদান করে ভোটাররা। এরপর রাত সাড়ে ১১টার দিকে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।

জেলা আইনজীবী সমিতির নির্বাচনে কমিশনার ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক পার্থ পাল চৌধুরী বলেন, ভোটাররা সৌহাদ্যপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ২৮৫ জন ভোটার রয়েছে যার মধ্যে ২৭৯ জন ভোটার ভোট দিয়েছেন।

নির্বাচন কমিশর সূত্রে জানা যায়, অন্যান্য পদে নির্বাচিতদের মধ্যে সহ-সভাপতি পদে মো. শামছুল হুদা ১৫১ ভোট, মো. আবদুস ছাত্তার ১৪৩ ভোট, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে শিরিন আক্তার রতœা ১৬৫ ভোট, অডিটর পদে মোহাম্মদ নোমান চৌধুরী ১৫৫ ভোট, অর্থ সম্পাদক পদে আবদুল ওহাব দুলাল ১৩৫ ভোট, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে শিব্বির আহম্মেদ ১৫৪ ভোট, লাইব্রেরি সম্পাদক পদে এস এম নাজমুল হক ১৮২ ভোট পান।

এছাড়া সদস্য পদে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের এনামুল করিম খোন্দকার ১৬১ ভোট, গাজী তারেক আজিজ ১৫১ ভোট, ফজিলাতুন নাহার (আঁখি) ১৫৫ ভোট, মোঃ আবদুল মালেক ১৪৩ ভোট ও সমমনা আইনজীবী ঐক্য পরিষদের মোঃ আলা উদ্দিন বিন ওয়াদুদ ১৩৮ ভোট ও রিয়াজ উদ্দিন সুজন ১৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সভাপতি পদপ্রার্থী নুর হোসেন বলেন,গণতান্ত্রিক সুষ্ঠ ও উৎসব মুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে। দুই প্যানেল এর সকল প্রার্থী ভোটার সকলেই সন্তুষ্ট। তিনি বলেন, নিয়ম অনুযায়ী ভোটে যে জিতুক বিজয়ী প্রার্থীদের পরাজিত প্রার্থীরা ফুল দিয়ে বরণ করে নেন। সাংস্কৃতিক নিয়ম অনুযায়ী যে জিতুক আমরা তাদের গ্রহণ করে নিব।

জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শাহজাহান সাজু বলেন, অবাধ সুষ্ঠ সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আইনজীবী সমিতির নির্বাচন গণতান্ত্রিক পন্থায় নির্বাচনের একটি আদর্শ।

উল্লেখ্য, একজন সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, লাইব্রেরী সম্পাদক এবং দুইজন সদস্য পদে সমমনা পরিষদ হতে নির্বাচিত হন। বাকীরা সবাই সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে নির্বাচিত হয়েছেন।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি