এ,কে বিপ্লব,
ফেনী জেলা প্রতিনিধি।
ফেনীতে করোনার নমুনা পরীক্ষার জন্য শহরের মহিপাল ফেনী ট্রমা সেন্টারে পিসিআর ল্যাব স্থাপনের জন্য গতকাল সোমবার সকালে ফেনী-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী ফেনী ট্রমা সেন্টার পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. রফিক উস সালেহীন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আন্দালিব, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি,ফেনী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম আর মাসুদ রানা,বিএমএ ফেনী জেলার সভাপতি ডা. সাহেদুল ইসলাম কাউসার, ফেনী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রিপন নাথ।স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, চলতি বছরের ৬ জুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের বৈঠকে ফেনীতে করোনার নমুনা পরীক্ষার একটি পলিমার চেইন রিঅ্যাকশন (পিসিআর) মেশিন বসানোর সিদ্ধান্ত হয়। তবে বিভিন্ন প্রতিবন্ধকতায় অনুমোদন হওয়ার দীর্ঘ প্রায় তিন মাস অতিবাহিত হলেও এখনও আরটি-পিসিআর ল্যাব স্থাপনের (প্রকল্প) কাজ শুরু হয়নি।সাংসদ নিজাম উদ্দিন হাজারী সরেজমিনে ফেনী ট্রমা সেন্টার পরিদর্শন করে আজ থেকে পিসিআর ল্যাব স্থাপনের উপযোগী কক্ষ স্থাপনসহ প্রক্রিয়া ও কাজ শুরুর নির্দেশনা প্রদান করেন।ল্যাব নির্মাণ কাজ শেষ হলে যন্ত্রপাতি স্থাপন শুরু হবে। তৈরীকৃত ল্যাবে নমুনা পরীক্ষার জন্য একজন মাইক্রোবায়োলজিস্ট পদায়নের জন্য সংশ্লিষ্ট দফতরে লিখিতভাবে জানানো হয়েছে। ল্যাব স্থাপন হলে ফেনীর জনগনের সংগৃহীত নমুনা ফেনীতেই পরীক্ষা করে দ্রুত সময়ে ফলাফল জানতে পারবে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।এর আগে ফেনী বক্ষব্যাধি হাসপাতালে ‘জিন-এক্সপার্ট’ মেশিনে করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে। তবে সেখানে চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীসহ গুরুত্বপূর্ণ কিছু নমুনা পরীক্ষা করা হয়।
এদিকে ফেনীতে পিসিআর মেশিন না থাকায় করোনার শুরুতে চট্রগ্রামের দুটি পরীক্ষাগার ও পরবর্তীতে (বর্তমানে) নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে ফেনী জেলার সংগৃহীত নমুনা সমুহ পরীক্ষা করা হচ্ছে।ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ড. ইকবাল হোসেন ভূঁইয়া বলেন,ফেনীতে প্রতিদিন সংগৃহীত নমুনা পরীক্ষার যে ফলাফল জানানো হচ্ছে, তা কমপক্ষে দুই থেকে তিনদিন আগে পাঠানো নমুনার ফল।নোয়াখালীর আবদুল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে আরটি-পিসিআর ল্যাবে পরীক্ষা করে ফেনী পর্যন্ত আসতে যে সময় লাগছে তা ফেনীতে করতে পারলে দ্রুত সেবা পেতো রোগীরা।স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়,ফেনীতে গতকাল সোমবার পর্যন্ত প্রায় ৪৭ হাজার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে।গতকাল সোমবার নতুন করে ৫৫ জনসহ শনাক্তকৃত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ১০৮ জন। নতুৃন ১৫ জনসহ মোট সুস্থ হয়েছেন ৮ হাজার ৫০৭ জন।করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জেলায় কর্মরত সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেনসহ গতকাল সোমবার পর্যন্ত ১৩৩ জনের মৃত্যু হয়েছে।