ফেনী পৌরসভা নির্বাচনে প্রতীকে পেয়ে মাঠে নেমেছে প্রার্থীরা ।
সৌরভ মজুমদার ,ছাগলনাইয়া(ফেনী)প্রতিনিধি:- ফেনী পৌরসভা নির্বাচনের প্রতীক পেয়েই আওয়ামী লীগের প্রার্থী নজরুল ইসলাম মিয়াজীর নৌকা প্রতীকের পক্ষে শহরে ব্যাপক শোডাউন করা হয়েছে।দলের হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থকরা নৌকা প্রতীক হাতে নিয়ে মিছিল করে।বিএনপি প্রার্থী আলাল উদ্দিনের পক্ষেও মাইকে প্রচারনা শুরু হয়েছে।ফেনী পৌর নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত মেয়র প্রার্থী নজরুল ইসলাম স্বপন মিয়াজী নৌকা প্রতীক বরাদ্দ পেয়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে মাঠে নামলেন।তিনি সবার দোয়া ও ভালোবাসা নিয়ে জয় লাভ করলে,একটি আধুনিক,পরিচ্ছন্ন, ক্লিন শহর গড়তে সবার সহযোগীতা কামনা করেন। ৩০ জানুয়ারি ভোট কেন্দ্রে এসে ভোট দেয়ার আহবান জানান।জেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নাছির উদ্দিন পাটোয়ারী জানান, মেয়র পদে পাঁচ জনকে প্রতীক বরাদ্ধ দেওয়া হয়। তারা হলেন- মেয়র আওয়ামী লীগ মনোনীত নজরুল ইসলাম মিয়াজীকে নৌকা, বিএনপি মনোনীত আলাল উদ্দিনকে ধানের শীষ, জাতীয় পার্টির ইয়ামিন হাসানকে নাঙ্গল, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের তারিকুল ইসলামকে সিংহ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর গোলামুর রহমান আজমকে হাতপাখা প্রতীক বরাদ্ধ দেওয়া হয়েছে।জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সুত্র জানায়, বর্তমানে ফেনী পৌরসভার মেয়র পদে প্রার্থী হয়েছেন ৫জন, ১টি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ২ জন এবং ৮টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ২২ জন প্রার্থী নির্বাচনী মাঠে রয়েছেন।সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডে যে ১৫জন কাউন্সিলর পদে বিনা ভোটে নির্বাচিত হয়েছেন তাঁরা সবাই আওয়ামী লীগ সমর্থিত।জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নাছির উদ্দিন পাটোয়ারী তথ্য নিশ্চিত করে জানান,দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রতিটি ওয়ার্ডে একটি করে মাইকে প্রচারণা চালানো যাবে।৩০ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠানের দিন ধার্য রয়েছে।ফেনী পৌর নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত মেয়র প্রার্থী নজরুল ইসলাম স্বপন মিয়াজী নৌকা প্রতীক বরাদ্দ পেয়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে মাঠে নামলেন।তিনি সবার দোয়া ও ভালোবাসা নিয়ে জয় লাভ করলে,একটি আধুনিক,পরিচন্ন, ক্লিন শহর গড়তে সবার সহযোগীতা কামনা করেন। ৩০ জানুয়ারি ভোট কেন্দ্রে এসে ভোট দেয়ার আহবান জানান।জয়ের ব্যাপারে তিনি বলেন, জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। বর্তমান সরকার পদ্মাসেতুসহ সারা দেশব্যাপী উন্নয়নের যে ধারা অব্যাহত রেখেছেন তার প্রতি আস্থা রেখে জনগণ নৌকা প্রতীকেই ভোট দেবে।মিয়াজী আরও বলেন, ফেনী-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর স্বপ্নের ফেনী শহর গঠনে জোর প্রচেষ্টা চালাবো।নির্বাচিত হলে অগ্রাধিকার বৃত্তিতে কাজ করবো শহরের যানজট নিরসন, পয়নিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নে। দলীয় নেতা কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ফেনীর আওয়ামী রাজনীতির অভিভাবক আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ও ফেনী-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীসহ সর্বোপরি ফেনী জেলা আওয়ামীলীগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করা যাবে না। দল চেয়েছে বলেই আমি এত অল্প বয়সে পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হতে পেরেছি এবং মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন ও নৌকা প্রতীক বরাদ্দ পেয়েছি।জীবনের শেষ দিন, শরীরের এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত দলের জন্য কাজ করে যাবো। স্বপন মিয়াজী বলেন, মনোনয়ন আমাকে দেওয়া হয়নি। মনোনয়ন দেওয়া হয়েছে আপনাদের সবাইকে। ভোটের মাধ্যমে নৌকা প্রতীককে জয়ী করার দায়িত্ব দলের সব নেতাকর্মীর।তাই আগামী ৩০ জানুয়ারি ভোট কেন্দ্রে এসে সকলকে ভোট দেয়ার আহবান জানান।