ফ্রান্সে সড়ক দুর্ঘটনায় জুড়ীর রুমেল আহমদ নিহত
মোঃ জাকির হোসেন জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধিঃ ফ্রান্সে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি রুমেল আহমদ (৩০) নিহত হয়েছেন। তার বাড়ি মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের কালিনগরে। তার বাবার নাম আব্দুস সহিদ।
রুমেল আহমদের ঘনিষ্ঠজন ফ্রান্স প্রবাসী আব্দুলাহ আল তারেক জানান, ফুড ডেলিভারি দেওয়ার কিছুক্ষণ আগে রুমেলের বাইকের সঙ্গে ট্রাকের ধাক্কা লাগে। এতে তিনি মারাত্মক আহত হন। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, পুলিশ আমাদের খবর দিলে আমরা বাংলাদেশ সময় সকাল ৫ টায় হাসপাতালে উনার লাশ দেখি। দেশে পাঠানোর ব্যবস্থার জন্য লাশ হাসাপাতালে রাখা হয়েছে। দেশে রুমেলের মা-বাবা, ভাই-বোন, স্ত্রী ও ৪ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার জায়ফরনগর ইউনিয়নের কালিনগর গ্রামের আব্দুস সহিদ এর জ্যেষ্ঠপুত্র রুমেল আহমদ প্রায় ১২ বছর আগে লন্ডন যান। সেখান থেকে স্থায়ীভাবে বসবাসের জন্য তিনি ফান্স চলে যান। সেখানে একটি কোম্পানিতে অনলাইন ডেলিভারি দেওয়ার কাজ করতেন। ৪ এপ্রিল প্যারিস সময় ১ টার দিকে প্যারিস মেট্রোকির্মি এলাকায় ডেলিভারি দিতে গিয়ে ট্রাকের নিচে পড়ে দুর্ঘটনায় নিহত হোন।