রতন ইনিতসার,বকশীগঞ্জ(জামালপুর)সংবাদদাতাঃ
জামালপুরের বকশীগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে একই পরিবারের ৩ নারীর মৃত্যু হয়েছে। গত ৩ দিনে পৌর শহরের দড়িপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
বকশীগঞ্জ হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১ জুলাই শনিবার জামালপুরের বকশীগঞ্জ পৌর শহরের দড়িপাড়া গ্রামের ফজলুল হকের স্ত্রী খুকু মনি (৩৫) ডায়রিয়ায় আক্রান্ত হন। পরে তাকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। রোববার চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালেই মারা যায় খুকু মনি। পরের দিন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে একই গ্রামের আব্দুর রহিমের স্ত্রী জায়েদা বেগম (৫০) বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ওই দিনই জায়েদা বেগম মারা যায়। একই হাসপাতালে ৩ জুলাই ডায়রিয়ায় আক্রান্ত হয়ে দড়িপাড়া গ্রামের আব্দুল কাদেরের স্ত্রী আফরোজা বেগম (৪৮) ও তার ২ ছেলে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। তাদের অবস্থা আশংকা জনক হওয়ায় শেরপুর সদর হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। ৪ জুলাই মঙ্গলবার শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আফরোজা বেগম (৪৮)। তার দুই ছেলের অবস্থাও আশংকা জনক বলে জানিয়েছে স্বজনরা। ডায়রিায়ায় মারা যাওয়া খুকু মনি ও আফরোজা বেগম সম্পর্কে ঝা এবং জায়েদা বেগম তাদের ননাস (স্বামীর বড় বোন)।
এ ব্যাপারে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.মোশাররফ হোসেন জানান, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সচেতনতা বাড়াতে আমাদের একটি মেডিকেল টিম মাঠে কাজ করছে।
এ ব্যাপারে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মুহাম্মদ আজিজুল হক জানান, অধিকতর গুরুত্ব দিয়ে দড়িপাড়া গ্রামে মেডিকেল টিমের সদস্যরা সার্বক্ষনিক কাজ করছেন। এছাড়া বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।