রতন ইনতিসার,বকশীগঞ্জ(জামালপুর) প্রতিনিধি।
জামালপুরের বকশীগঞ্জের দশানী নদী থেকে মেহেদী হাসান নামে এক শিশুর লাশ উদ্ধার হয়েছে। ২২ অক্টোবর রোববার দুপুরে বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম দশানী নদী থেকে তার লাশ উদ্ধার করে। মেহেদী পার্শবর্তী শ্রবরদ্দী উপজেলার কাকিলাকুড়া কুচনিপাড়া গ্রামের শাহীন মিয়ার ছেলে। জানা যায়, শ্রবরদ্দী উপজেলার কাকিলাকুড়া কুচনিপাড়া গ্রামের শাহীন মিয়ার ছেলে মেহেদী হাসান(৭) নানা মজিবর রহমানের বাড়ীতে বেড়াতে আসে। ২১ অক্টোবর সকালে অন্যান্যদের সাথে নানা বাড়ীর পাশের দশানী নদীতে গোসল করতে যায়। এর পর থেকেই নিখোজঁ মেহেদী হাসান। ২২ অক্টোবর দুপুরে ফায়ার সার্ভিসের একটি টিম দশানী নদীতে তল্লাশী চালিয়ে ভাসমান অবস্থায় মেহেদীর লাশ উদ্ধার করে। এব্যাপারে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সোহেল রানা জানান, লাশ উদ্ধার হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান।
রতন মিয়া।
Leave a Reply