রতন ইনতিসার,বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের আলীরপাড়া গ্রামে আবুল কাসেম দুলাল খুনের জের ধরে আরও ৩২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ২৯ মে জামালপুরের বিজ্ঞ আদালতে ওই মামলা হয়। মামলাটি সিআইডিকে তদন্তের নির্দেশনা দিয়েছে আদালত। বাদী পক্ষের আইনজীবি ইসমাইল সিরাজী বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় যাদের আসামী করা হয়েছে তারা হলেন- নিহত আবুল কাসেম দুলালের ভাতিজা মাইদুল ইসলাম(৪০), দুলাল হত্যা মামলার বাদী রেজাউল হক(৪২), আলরিপাড়া গ্রামের আবু রায়হান(৩৬), আব্দুল আজিজ(৩৭), আলামীন(৩০), দেলোয়ার (৪৫), বাবলা(৪০), জুমন(২৬), সুজন(২৮), আবু তালেব(৫৫), রেজুয়ান হোসেন সাদা(৫০), আমিজল(৩৮), শান্ত(২১), আব্দুল্লাহ(৫০), মোস্তফা(৫৮), রহিমা বেগম(৪০), লিলি(৩০), আলী হোসেন(২৭), বাবুল(২৮), আলী শাহ(৩০), সোনাজল(৩৮), শামসুন্নাহার(৩৫), সুজাত আলী(২৬), মুরাত(৩২), মানিক(৩২), পলাশ(৩৬), আইনাল হক(৪৫), উসন আলী(২৪), হারুন(৩৮), আমানো মিয়া(৬৫), দীপা(২৬) ও উষা(২৮)।
মামলার বাদী আলীরপাড়া গ্রামের আদালত মিয়ার ছেলে আবু মিয়া। সি আর মোকদ্দমা নং (১)/২০২৩। ধারা-১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩০৭/৩৫৪/৪২৭/৩৭৯/৩৮০/১১৪। মামলার বাদী মামলায় বিভিন্ন মালামাল ও নগদটাকাসহ ৮লাখ ৫৬ হাজার ৫৫০ টাকার মালামাল চুরি, লুটতরাজ ও ভাংচুরের বিষয় উল্লেখ করেছেন।
এব্যাপারে মামলার বাদী পক্ষের এডভোকেট ইসমাইল সিরাজী জানান, জামালপুরের বকশীগঞ্জ বিজ্ঞ মামলা আমলে নেওয়ার আদালত মামলাটি জামালপুরের সিআইডিকে তদন্তের নির্দেশনা দিয়েছেন। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আদালত পরবর্তী আইনগত ব্যবস্থা নিবেন।
উল্লেখ্য বকশীগঞ্জ উপজেলার আলীরপাড়া গ্রামে ২৬ এপ্রিল ছাগল নিয়ে একটি ঘটনায় ২৭ এপ্রিল দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে প্রতিপক্ষের ছুড়ে মারা ট্যাটাবিদ্ধ হয়ে আবুল কাসেম দুলাল(৪৫) নামে ১ জনের মৃত্যু হয়। এ বিষয়ে ২৮ এপ্রিল নিহত আবুল কাসেম দুলাল মিয়ার ভাই রেজাউল করিম বাদী হয়ে নামীয় ৪০জনসহ ৫২ জনের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার জেরধরেই উভয় পক্ষে মোট ৯টি মামলা হয়েছে
Leave a Reply