বগুড়া জেলা প্রতিনিধিঃ
রবিবার দুপুরে বগুড়ার আদালত চত্বর থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে আসামী পলায়নের ঘটনা ঘটেছে। পলাতক আসামীর নাম ইমরান ওরফে চঞ্চল (২৮)। বিষয়টি নিশ্চিত করেছেন গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সনাতন চন্দ্র সরকার।
পলাতক আসামী ইমরান একজন কুখ্যাত ডাকাত। তার নামে একাধিক চুরি ও ডাকাতি মামলা রয়েছে। সে বগুড়া সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বারপুর লাইলীপাড়া এলাকার জনৈক জাহাঙ্গীর আলম এর পুত্র বলে জানা গেছে।
পুলিশ জানায়, গতকাল শনিবার রাতে ইমরানলে গ্রেফতার করা হয়। আজ রবিবার দুপুরে তাকে বগুড়া জেলা জজ আদালতে আনার সময় সে আদালত চত্বর থেকে সুকৌশলে পালিয়ে যায়। পলাতক আসামীকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান চলছে বলে জানিয়েছেন গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সনাতন চন্দ্র সরকার।