বগুড়া জেলা প্রতিনিধিঃ
“উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দূর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয় বগুড়া ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, বগুড়ার আয়োজনে এবং জেলা প্রশাসন বগুড়ার সার্বিক সহযোগিতায় বগুড়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৩ উদযাপিত হয়েছে।
সকাল ৯ ঘটিকায় বগুড়ার সুযোগ্য জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে দুর্নীতিবিরোধী র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় বিশাল মানববন্ধনে মিলিত হয়। এরপর সকাল ১০.৩০ ঘটিকায় জেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বগুড়া জেলা কার্যালয় দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক, মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে
স্বাগত বক্তব্য রাখেন অমরেশ মুখার্জি, সাধারণ সম্পাদক, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, বগুড়া।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাইফুল ইসলাম, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, বগুড়া। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সুদীপ কুমার চক্রবর্তী, (বিপিএম-সেবা, পিপিএম) পুলিশ সুপার, বগুড়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মোহাম্মদ শফিউল আজম, সিভিল সার্জন, বগুড়া। অধ্যাপক মোহাম্মদ আব্দুর রশিদ, সভাপতি, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, বগুড়া। ফিরোজা পারভীন, উপজেলা নির্বাহী অফিসার, বগুড়া সদর, বগুড়া।
বক্তাগণ সমাজের সকল স্তরের জনসাধারণকে নিজ নিজ অবস্থান হতে দুর্নীতি প্রতিরোধে সোচ্চার হবার পরামর্শ দেন। দেশের সকল নাগরিকদের পরিবার, সমাজ, তথা রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি প্রতিরোধে ঐক্যবদ্ধ হতে আহবান জানান।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ হযরত আলী, জেলা শিক্ষা অফিসার, বগুড়া। ডাঃ মোঃ সামির হোসেন মিশু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বগুড়া সদর, বগুড়া। বীর মুক্তিযোদ্ধা মাসুদার রহমান হেলাল, সভাপতি, সচেতন নাগরিক কমিটি, বগুড়া।
দিবসটি উপলক্ষ্যে পালিত কর্মসূচিতে সরকারি দপ্তরের পাশাপাশি বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি যেমন- টিএমএসএস, গ্রাম উন্নয়ন কর্ম (গাক), ব্যুরো বাংলাদেশ, ব্রাক, লাইট হাউজ সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট, বিএনসিসি, শিক্ষক-শিক্ষার্থী সহ সুধীজন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
Leave a Reply