মোঃ জহুরুল ইসলাম সৈকত,বগুড়া জেলা প্রতিনিধিঃ
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী এর নেতৃত্বে বুধবার (১৩ সেপ্টেম্বর ) বিকাল ৩টায় শিবগঞ্জ উপজেলার বিভিন্ন কোল্ড স্টোরেজ এবং আলুর পাইকারি বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
তদারকি অভিযানে নির্ধারিত মূল্য থেকে অধিক দামে আলু বিক্রয় করা, ক্রয় ভাউচার সংগ্রহ না করা, মূল্য তালিকা না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে ৪ জন আলু ব্যবসার মধ্যস্বত্বভোগীকে ৫,০০০/- করে সর্বমোট ২০,০০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয়।
উক্ত অভিযানে সকল আলু ব্যবসায়ীদের সরকারি নির্ধারিত দামে ক্রয় বিক্রয় করার জন্য নির্দেশনা দেওয়া হয়। উক্ত তদারকি অভিযানে ল্যাব ১২ একটি চৌকস দল এবং জেলা কৃষি বিপনন কার্যালয় অভিযানে সহযোগীতা করেন।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, বেশি মূল্যে বিক্রয়, ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণ না করায় তাদের জরিমানা করা হয় এবং সতর্ক করে দেয়া হয়। জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।
Leave a Reply