বগুড়া জেলা প্রতিনিধিঃ-
বগুড়ায় আলু বোঝাই পিকআপ থেকে ৩৯ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব-১২, বগুড়া ক্যাম্পের সদস্যরা। এ সময় দুই জনকে আটক করা হয় বলে জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) ভোর রাতে বগুড়া-নাটোর মহাসড়কে শাজাহানপুর থানার বীরগ্রাম এলাকা থেকে এই বিপুল পরিমান গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব-১২, বগুড়া ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে লালমনিরহাট থেকে নাটোরগামী আলুুুর বস্তা বোঝাই পিক আপে (রংপুর-ন-১১-১৫৮৫) বিপুল পরিমাণ গাঁজা পাচার করা হচ্ছে। এই সংবাদের ভিত্তিতে বগুড়া র্যাব ক্যাম্পের একটি দল বীরগ্রাম বাজার এলাকায় চেকপোস্ট স্থাপন করে। ২৬ আগস্ট ভোর সোয়া ৪টায় চেকপোস্টে মাদকবাহী পিকআপটি আটক হয়। এসময় পিকআপ চালক হযরত আলী (৪০), ও হেলপার আব্দুল মোতালেব ওরফে সাদ্দামকে (২৩) আটক করা হয়। তারা কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার বাসিন্দা। পরে পিকআপে থাকা ৩৩ বস্তা আলুর সাথে ৩৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, দীর্ঘদিন যাবৎ গাঁজার বড় বড় চালান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল তারা। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে।