1. [email protected] : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. [email protected] : Hasan :
  3. [email protected] : dev : dev
বগুড়ায় কনটেইনার বিস্ফোরণে প্রাণ গেল চার শ্রমিকের - dainikbijoyerbani.com
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:১৯ পূর্বাহ্ন
ad

বগুড়ায় কনটেইনার বিস্ফোরণে প্রাণ গেল চার শ্রমিকের

মোঃ জহুরুল ইসলাম সৈকত, বগুড়া জেলা প্রতিনিধিঃ
  • Update Time : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৮ Time View

বগুড়া জেলা প্রতিনিধি:

বগুড়ার শেরপুরে একটি বেসরকারি কোম্পানির তেলের কনটেইনার বিস্ফোরণে চার শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়ক সংলগ্ন উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা নামক স্থানে মজুমদার প্রোডাক্টস লিমিটেডে বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-নীলফামারী সৈয়দপুর পৌরসভার অফিসার্স কলোনির খলিলুর রহমানের ছেলে মো. ইমরান হোসেন (৩২), একই এলাকার সোলায়মান আলীর ছেলে মোহাম্মদ আবু সাঈদ (৩৮), আব্দুস সালামের ছেলে মো. মনির হোসেন (২৮) ও রুবেল আহমেদ (৩১)। তবে আহতদের পরিচয় তাৎক্ষণিক জানা সম্ভব হয়নি।

মজুমদার প্রোডাক্টস্ লিমিটেডের মানব সম্পদ কর্মকর্তা রঞ্জন চক্রবর্তী জানান, ঘটনার সময় কোম্পানির ঠিকাদারের সাতজন শ্রমিক রাইচ ব্র্যান তেল উৎপাদনের কনটেইনার মেরামতের কাজ করছিলেন। এসময় কনটেইনারটিতে বিস্ফোরণ ঘটে। এতে দগ্ধ হয়ে ওইসব শ্রমিকরা গুরুতর আহত হয়। পরে কোম্পানির অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতায় তাদের প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাৎক্ষণিক বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

বগুড়ার উপশহর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. লালন মিয়া বলেন, বিস্ফোরণে গুরুতর আহতদের মধ্যে চারজনকে বগুড়ার শজিমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়। আহতদের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন।

শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বখতিয়ার উদ্দিন জানান, মজমুদার কোম্পানিতে আগুন লেগেছে-এমন সংবাদে দ্রুত সেখানে যাই। কিন্তু ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন কোম্পানির লোকজন।

কনটেইনার বিস্ফোরণের কারণ জানতে চাইলে তিনি বলেন, উচ্চ তাপমাত্রার কারণে কনটেইনারটিতে বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, ময়না তদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি