বগুড়া জেলা প্রতিনিধিঃ
বিশ্ব ব্যাংক এবং পিকেএসএফ এর আর্থিক ও কারিগরী সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক) "সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি)" এর আওতায় "পরিবেশ বান্ধব টেকসই অনুশীলনের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তাদের কৃষি যন্ত্রপাতি ও সরঞ্জামাদি উৎপাদন দক্ষতা বৃদ্ধি" উপ-প্রকল্পটি বগুড়া জেলায় বাস্তবায়িত হচ্ছে। বৃহস্পতিবার (২২ জুন ২০২৩) বগুড়া সদর উপজেলাধীন মাটিডালি শাখায়
বগুড়ায় কৃষি যন্ত্রাংশ উৎপাদন খাতের সহিত জড়িত উদ্যোক্তাদের অংশগ্রহনে দিনব্যাপি "পরিবেশবান্ধব উপায়ে কৃষি যন্ত্রাংশ উৎপাদন, বিপনন ও ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ” আয়োজন করা হয়।
প্রকল্পের টেকনিক্যাল অফিসার হাসান সাদিক এর সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন মোঃ সাইফুল ইসলাম, প্রকল্প ব্যবস্থাপক, এসইপি, গাক।
প্রশিক্ষণে উদ্যোক্তাদের কৃষি যন্ত্রাংশ উৎপাদন পরিকল্পনা, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, সঠিকভাবে উপাদানের প্রয়োজনীয়তা পরিকল্পনা, উৎপাদন কৌশল, শিল্পের স্থানীয়করণের সুবিধা, শিল্প কারখানা স্থানীয়করণের উপাদান, পণ্যের বিপনন ও ব্যবহার ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন মোঃ হাসান আলী, ইন্সট্রাকটর (পাওয়ার) বগুড়া পলিটেকনিক্যাল ইনস্টিটিউট।
পরিবেশবান্ধব কারখানা ও পরিবেশ অনুশীলন কার্যক্রম বাস্তবায়ন বিষয়ে আলোচনা করেন মোঃ সম্রাট আলী, পরিবেশ অফিসার, গাক।
প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থী উদ্যোক্তাগণ এমন প্রশিক্ষণ আয়োজন করার জন্য গাক এসইপি প্রকল্পকে ধন্যবাদ জ্ঞাপন করেন।