প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৪, ২০২৫, ৩:০২ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৫, ২০২৩, ২:০৭ পি.এম
বগুড়ায় গাক’র আয়োজনে বিসিক নগরীতে ফ্রি স্বাস্থ্য সুরক্ষা সেবা ক্যাম্প অনুষ্ঠিত
মোঃ জহুরুল ইসলাম সৈকত, বগুড়া জেলা প্রতিনিধিঃ
আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় পেইস প্রকল্পের "কৃষি যান্ত্রিকীকরণ খাতের ক্ষুদ্র উদ্যোগে শোভন কর্ম পরিবেশ উন্নয়ন শীর্ষক উপ-প্রকল্পের আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এর আয়োজনে বগুড়া বিসিক শিল্পনগরীতে ফ্রি স্বাস্থ্য সুরক্ষা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ জুলাই২৩ইং) সকাল ১০ ঘটিকায় শিল্পনগরীর আল মদিনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাস্থ্য সুরক্ষা ক্যাম্পের উদ্বোধন করেন বাংলাদেশ ফাউন্ড্রি ওনার্স এসোসিয়েশনের সভাপতি মোঃ আব্দুল মালেক আকন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে কৃষি যান্ত্রিকীকরণ খাতে কর্মরত শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত কল্পে গাক'র এধরণের সেবামূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং কৃষি যান্ত্রিকীকরণ খাতে নিয়োজিত শ্রমিকদের এ ধরণের সেবা প্রদানের জন্য তার সংগঠনের পক্ষ হতে গাক'র প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
গাক'র পরামর্শক মোঃ মোবারক হোসেন তালুকদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রেজাউল করিম রেজা, সহ-সভাপতি, বিসিক শিল্প মালিক সমিতি, বগুড়া। মোঃ বাচ্চু শেখ, সাধারণ সম্পাদক, বিসিক শিল্প মালিক সমিতি, বগুড়া। মোঃ নাহিদ হাসান জুয়েল, সহঃসাধারণ সম্পাদক, বিসিক শিল্প মালিক সমিতি, বগুড়া। স্বাগত বক্তব্য রাখেন মোঃ সাইফুল ইসলাম, প্রকল্প ব্যবস্থাপক, ডিসেন্ট, গাক। অনুষ্ঠান সঞ্চালনা করেন গাক চক্ষু হাসপাতালের আউটরীচ কো-অর্ডিনেটর মোঃ মোজাহিদুল ইসলাম।
উল্লেখ্য যে কৃষি যান্ত্রিকীকরণ খাতে নিয়োজিত শ্রমিক কর্মীগণ যারা স্বাস্থ্য ঝুঁকি নিয়ে কাজ করেন তাদের কর্মক্ষেত্রে স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে শোভন কর্ম পরিবেশ উন্নয়ন উপ-প্রকল্পের আওতায় এধরণের আয়োজন করা হয়েছে যা আগামীতেও চলমান থাকবে।এছাড়াও শ্রমিকদের কর্ম পরিবেশ সুন্দর করা, সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা, মহিলা শ্রমিকদের জন্য সুন্দর কর্ম পরিবেশ তৈরি করা, মডেল কারখানা স্থাপন, শ্রমিকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, স্বাস্থ্য সেবা ক্যাম্প আয়োজন সহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম উপ-প্রকল্পের আওতায় বাস্তবায়িত হচ্ছে।
দিনব্যাপী অনুষ্ঠিত স্বাস্থ্য সুরক্ষা সেবা ক্যাম্পে ২শতাধিক মালিক, শ্রমিক-কর্মচারীদের সাধারণ স্বাস্থ্য সেবা ও চক্ষু সেবা প্রদান করা হয়।
Copyright © 2025 dainikbijoyerbani.com. All rights reserved.