মোঃ জহুরুল ইসলাম সৈকত, বগুড়া জেলা প্রতিনিধিঃ
উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জেলা বগুড়ার অর্থনৈতিক উন্নয়নে লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের অবদান অনস্বীকার্য, দেশের প্রায় ৮০ শতাংশ কৃষি যন্ত্রপাতি ও যন্ত্রাংশের চাহিদা পূরণ হয় দেশের সর্ববৃহৎ এই হাব হতে। সম্ভাবনাময় এই খাতে সরকারি উদ্যোগের পাশাপাশি কাজ করছে দেশের অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক) বাস্তবায়িত সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি)।
"পরিবেশ বান্ধব টেকসই অনুশীলনের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তাদের কৃষি যন্ত্রপাতি ও সরঞ্জামাদি উৎপাদন দক্ষতা বৃদ্ধি" উপ-প্রকল্পটি বিশ্ব-ব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক কারিগরি সহযোগিতায় বগুড়া জেলার বগুড়া সদর, শাজাহানপুর ও শেরপুর উপজেলায় বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের আওতায় উদ্যোক্তাদের মাঝে সহজ শর্তে ঋণ সুবিধা প্রদানের পাশাপাশি প্রকল্পের অন্তর্ভূক্ত সদস্যদের কারখানা শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন পদক্ষেপ, কারখানা মালিক ও শ্রমিকদের দক্ষতা উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণ আয়োজন, মডেল ওয়ার্কশপ স্থাপন, প্রযুক্তি ও মান সম্পন্ন পণ্য চাহিদা পূরণে কমন সার্ভিস সেন্টার স্থাপন, শ্রমিক-কর্মচারীদের ব্যবহারের জন্য ক্লাস্টার ভিত্তিক টয়লেট স্থাপন, ফাউন্ড্রারী কারখানার সৃষ্ট বর্জ্য হতে ব্লক ও ব্রিকস্ নির্মাণ সহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম মাঠপর্যায়ে বাস্তবায়িত হচ্ছে।
এরই ধারাবাহিকতায় বগুড়ার লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরের উন্নয়নে নানাবিধ সমস্যা,বাঁধা চিহ্নিতকরণ ও চিহ্নিত সমস্যা উত্তরণে করণীয় বিষয়ে বিভিন্ন ভেল্যু চেইন এ্যাক্টরদের অংশগ্রহণে কর্মশালা আয়োজন করা হয়। মঙ্গলবার (২০ জুন) সংস্থার প্রধান কার্যালয়স্থ গাক কনফারেন্স হল, গাক টাওয়ার, বনানী, বগুড়ায় লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরের বিভিন্ন ভেল্যু চেইন এ্যাক্টর যেমন- উৎপাদনকারী, সরবরাহকারী, খুচরা-পাইকারী বিক্রেতা, সেবা প্রদানকারী, বর্জ্য সংগ্রহকারী ও ব্যহারকারীদের অংশগ্রহণে দিনব্যাপী কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
প্রকল্প ব্যবস্থাপক মোঃ সাইফুল ইসলাম এর সঞ্চালনায় কর্মশালার উদ্বোধন করেন মোঃ জিয়া উদ্দিন সরদার, সমন্বয়কারী (কমিউনিকেশন এ্যান্ড ডকুমেন্টেশন) গাক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এগ্রিকালচারাল মেশিনারি মার্চেন্ট এসোসিয়েশন (বামমা) বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক রাজেদুর রহমান রাজু। প্রধান অতিথি তার বক্তব্যে বগুড়ার লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পকে এগিয়ে নিতে চলমান সমস্যা সমাধানে বিভিন্ন পরামর্শ প্রদান করেন। বগুড়ায় উৎপাদিত বিভিন্ন কৃষি যন্ত্রপাতি উৎপাদনে গুণগত মান উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, দেশের চাহিদা পূরণের পাশাপাশি বৈদেশিক বাজারে প্রবেশাধিকার এবং লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের উন্নয়নে আগামীর পরিকল্পনা বিষয়ে আলোচনা করেন। সেইসাথে বামমা'র পক্ষ হতে এই শিল্পের বিকাশে সার্বিক সহযোগিতা প্রদানের প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. মোঃ মাহবুব আলম, সিনিয়র পরিচালক, গাক। সভাপতির বক্তব্যে তিনি বলেন, গাক মানব কল্যাণ ও সমাজিক উন্নয়নে কাজ করা একটি প্রতিষ্ঠান। সংস্থার নানামুখী জনকল্যাণমুখী কাজ এখন দেশব্যাপী বিস্তৃত। তাই লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের টেকসই উন্নয়নে গাক উদ্যোক্তাদের পাশে থেকে বিভিন্ন উন্নয়ন কাজ অব্যহত রেখেছে যা আগামীতেও চলমান থাকবে।
কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসইপি প্রকল্পের পরিবেশ অফিসার- মোঃ সম্রাট আলী, ডকুমেন্টেশন অফিসার- মোঃ শাখাওয়াৎ হোসেন, টেকনিক্যাল অফিসার- হাসান সাদিক, প্রকিউরমেন্ট অফিসার- মোঃ মাসুদ রানা, প্রকিউরমেন্ট অফিসার সহ সংস্থার উর্ধতন কর্মকর্তাবৃন্দ।