মোঃ জহুরুল ইসলাম সৈকত, বগুড়া জেলা প্রতিনিধিঃ আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় পেইস প্রকল্পের "কৃষি যান্ত্রিকীকরণ খাতের ক্ষুদ্র উদ্যোগে শোভন কর্ম পরিবেশ উন্নয়ন শীর্ষক উপ-প্রকল্পের আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এর আয়োজনে বগুড়া রেলওয়ে ধোলাইখাল পুরাতন মটর পার্টস্ এন্ড আয়রন ব্যবসায়ী মালিক সমিতি মার্কেটে ফ্রি স্বাস্থ্য সুরক্ষা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। অদ্য ২৯ মে'২০২৩ (সোমবার) সকাল ১০ ঘটিকায় স্বাস্থ্য সুরক্ষা ক্যাম্পের উদ্বোধন করেন বগুড়া পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর এবং রেলওয়ে ধোলাইখাল মার্কেট মালিক সমিতির উপদেষ্টা আব্দুল মতিন সরকার।
স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি মতিন সরকার তার বক্তব্যে গাক'র এধরণের সেবামূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন, সেইসাথে আগামীতে তার ওয়ার্ড সহ পৌরসভার বিভিন্ন স্থানে জনসাধারণের জন্য স্বাস্থ্য সেবা ক্যাম্প আয়োজনের আহবান জানান।
গাক'র পরামর্শক মোঃ মোবারক হোসেন তালুকদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রেজাউল করিম ডাবলু, কাউন্সিলর, ৫নং ওয়ার্ড, বগুড়া পৌরসভা এবং উপদেষ্টা, রেলওয়ে ধোলাইখাল মার্কেট, বগুড়া। মোঃ ফরিদুল হাসান (সানু), সাধারণ সম্পাদক, রেলওয়ে ধোলাইখাল মার্কেট, বগুড়া। আলহাজ্ব মোঃ আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি, রেলওয়ে ধোলাইখাল মার্কেট, বগুড়া। মোঃ আরমান হোসেন, সিনিয়র সহকারী পরিচালক, গাক। মোঃ জিয়া উদ্দিন সরদার, সমন্বয়কারী (কমিউনিকেশন এন্ড ডকুমেন্টেশন) গাক।
স্বাস্থ্য সুরক্ষা ক্যাম্পের মাধ্যমে অত্র মার্কেটে ১৩৩টি ছোট বড় ক্ষুদ্র উদ্যোগে প্রায় ৫০০শতাধিক দোকান মালিক, শ্রমিক-কর্মচারীগণ বিনামূল্যে স্বাস্থ্য এবং চক্ষু সেবা গ্রহণ করতে পারবেন বলে মার্কেট মালিক সমিতির পক্ষ হতে জানানো হয়।
গাক'র প্রকল্প সমন্বয়কারী জিয়া উদ্দিন সরদার জানান কৃষি
যান্ত্রিকীকরণ খাতে নিয়োজিত শ্রমিক কর্মীগণ যারা স্বাস্থ্য ঝুঁকি নিয়ে কাজ করেন তাদের কর্মক্ষেত্রে স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে শোভন কর্ম পরিবেশ উন্নয়ন উপ-প্রকল্পের আওতায় এধরণের আয়োজন করা হয়েছে যা আগামীতেও চলমান থাকবে।এছাড়াও শ্রমিকদের কর্মক্ষেত্র সুন্দর করা, সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা, মহিলা শ্রমিকদের জন্য সুন্দর কর্ম পরিবেশ তৈরি করা, মডেল কারখানা স্থাপন, শ্রমিকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, স্বাস্থ্য সেবা ক্যাম্প আয়োজন সহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম উপ-প্রকল্পের আওতায় বাস্তবায়িত হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাক'র প্রকল্প ব্যবস্থাপক(এসইপি) মোঃ সাইফুল ইসলাম, গাক চক্ষু হাসপাতালের আউটরীচ কো-অর্ডিনেটর মোঃ মোজাহিদুল ইসলাম, রেলওয়ে ধোলাইখাল মার্কেটের সাংগাঠনিক সম্পাদক শফিউল আলম (শাফিন), সহঃ সাধারণ সম্পাদক সাদাকুল বারী সহ মার্কেটের নেতৃবৃন্দ।
দিনব্যাপী অনুষ্ঠিত স্বাস্থ্য সুরক্ষা সেবা ক্যাম্পে ২শতাধিক মালিক, শ্রমিক-কর্মচারীদের সাধারণ স্বাস্থ্য সেবা ও চক্ষু সেবা প্রদান করা হয়।