বগুড়া জেলা প্রতিনিধিঃ
গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এর আয়োজনে পেইস প্রকল্পের “কৃষি যান্ত্রিকীকরণ খাতের ক্ষুদ্র উদ্যোগে শোভন কর্ম পরিবেশ উন্নয়ন শীর্ষক উপ-প্রকল্পের আওতায় শোভন কর্ম পরিবেশ উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ নভেম্বর) শহরের স্বনামধন্য তানূর রেস্টুরেন্ট কনভেনশনে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় বগুড়ায় কৃষি যান্ত্রিকীকরণ খাতের ক্ষুদ্র উদ্যোগ সমূহে জড়িত ২৫জন উদ্যোক্তার অংশগ্রহণে দিনব্যাপী কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
উপ-প্রকল্পের আওতায় বগুড়ার কৃষি যান্ত্রিকীকরণ খাতের শ্রমিকদের পেশাগত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, কর্ম পরিবেশের উন্নয়নে কারখানা মালিকদের অংশগ্রহণে ওয়ার্কশপ/সেমিনার আয়োজন, কারখানায় পর্যাপ্ত আলো বাতাসের জন্য ভেন্টিলেশন সিস্টেম আধুনিকায়নে সহায়তা, শ্রমিক কর্মীদের ব্যবহার উপযোগী টয়লেট-ওয়াশ ব্লক তৈরী, শ্রমিকদের জন্য রেস্টিং রুম স্থাপনে সহায়তা, মডেল কারখানা পরিবেশ উন্নয়নের সহায়তা, কর্মীদের জন্য সুরক্ষা উপকরণ প্রদান, কৃষি পণ্য উৎপাদনে নতুন উদ্যোক্তা তৈরিতে অনুদান প্রদান, উদ্যোক্তা পর্যায়ে কৃষি যান্ত্রিকীকরণে অনুদান প্রদান সহ বিভিন্নরকম উন্নয়নমূলক কর্মকান্ড বগুড়া সদর উপজেলায় বাস্তবায়িত হচ্ছে।
গাক এসইপি প্রকল্প ব্যবস্থাপক মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে সকাল ১০ ঘটিকায় দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহথীর বিন মোহাম্মদ, সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়, বগুড়া। প্রধান অতিথি তার বক্তব্যে গাক শোভন কর্ম পরিবেশ উন্নয়ন প্রকল্পের ভূয়সী প্রসংশা করে প্রকল্প সংশ্লিষ্ট উদ্যোক্তাগণকে কারখানার পরিবেশ উন্নয়নে গুরুত্ব দেয়ার আহবান জানান। পরিবেশ ছাড়পত্র গ্রহণের জন্য সকল উদ্যোক্তাকে অনুরোধ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবু রায়হান লিটন, সহকারী প্রকৌশলী, বিটাক, বগুড়া।
গাক এসইপি প্রকল্পের পরিবেশ কর্মকর্তা মোঃ সম্রাট আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপ-প্রকল্পের কার্যক্রম বিষয়ে প্রিজেন্টেশন প্রদান করেন মোঃ ছাব্বির আহমেদ, ব্যবস্থাপক, শোভন কর্ম পরিবেশ উন্নয়ন প্রকল্প, গাক। কর্মশালার শুরুতে স্বাগত রাখেন রিয়াদ মাহমুদ, ম্যানেজমেন্ট ট্রেইনি, গাক। কার্য অগ্রগতি বিষয়ে আলোচনা করেন সাখাওয়াত হোসেন, ডকুমেন্টেশন অফিসার (এসইপি) গাক।
উদ্যোক্তাদের মধ্যে বক্তব্য রাখেন আরএফ তোতা ইঞ্জিনিয়ারিং এর স্বত্বাধিকারী মোঃ তোতা মন্ডল, ইলিয়াস ইঞ্জিনিয়ারিং এর স্বত্বাধিকারী মোঃ ইলিয়াস হোসেন, জাহিদ ইঞ্জিনিয়ারিং এর স্বত্বাধিকারী মোঃ জাহিদ হাসান প্রমুখ।
Leave a Reply