মোঃ জহুরুল ইসলাম সৈকত, বগুড়া জেলা প্রতিনিধিঃ
গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এর আয়োজনে পেইস প্রকল্পের “কৃষি যান্ত্রিকীকরণ খাতের ক্ষুদ্র উদ্যোগে শোভন কর্ম পরিবেশ উন্নয়ন শীর্ষক উপ-প্রকল্পের আওতায় শোভন কর্ম পরিবেশ উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩ ডিসেম্বর) শহরের স্বনামধন্য তানূর রেস্টুরেন্ট কনভেনশনে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় বগুড়ায় কৃষি যান্ত্রিকীকরণ খাতের ক্ষুদ্র উদ্যোগ সমূহে জড়িত ২৫জন উদ্যোক্তার অংশগ্রহণে দিনব্যাপী কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
গাক এসইপি প্রকল্প ব্যবস্থাপক মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে সকাল ১০ ঘটিকায় দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাঃ মশিদুল হক, অতিরিক্ত উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বগুড়া। প্রধান অতিথি তার বক্তব্যে গাক শোভন কর্ম পরিবেশ উন্নয়ন প্রকল্পের বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রসংশা করেন এবং প্রকল্প সংশ্লিষ্ট উদ্যোক্তাগণকে কারখানার পরিবেশ উন্নয়নে গুরুত্ব দেয়ার আহবান জানান। দেশের কৃষি যান্ত্রিকীকরণ খাতকে গতিশীল ও আধুনিকায়নে অবদানের জন্য উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল মালেক আকন্দ, সভাপতি, বাংলাদেশ ফাউন্ড্রী ওনার্স এসোসিয়েশন ও স্বত্বাধিকারী আলমদিনা মেটাল ওয়ার্কস।
গাক এসইপি প্রকল্পের পরিবেশ কর্মকর্তা মোঃ সম্রাট আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপ-প্রকল্পের কার্যক্রম বিষয়ে প্রিজেন্টেশন প্রদান করেন মোঃ ছাব্বির আহমেদ, ব্যবস্থাপক, শোভন কর্ম পরিবেশ উন্নয়ন প্রকল্প, গাক। কর্মশালার শুরুতে স্বাগত রাখেন রিয়াদ মাহমুদ, ম্যানেজমেন্ট ট্রেইনি, গাক। কার্য অগ্রগতি বিষয়ে আলোচনা করেন মোঃ হাসান সাদিক, টেকনিক্যাল অফিসার (এসইপি) গাক।
উদ্যোক্তাদের মধ্যে বক্তব্য রাখেন রণী ইঞ্জিনিয়ারিং এর স্বত্বাধিকারী আবু বক্কর সিদ্দিক রণী, মেসার্স রোজি মেটাল এর স্বত্বাধিকারী মোঃ নাহিদ হাসান জুয়েল, আলমদিনা ইঞ্জিনিয়ারিং এর সিইও গোলাম মুক্তাদির ওলি, জয় মেটাল এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ এর স্বত্বাধিকারী মোঃ জাহাঙ্গীর আলম জুয়েল, হক মেটাল এর স্বত্বাধিকারী তানভীর হক রনি, রহমানিয়া ইঞ্জিনিয়ারিং এর সিইও আহসান হাবিব প্রমুখ।
Leave a Reply