বগুড়ায় গাক এসইপি প্রকল্পের আয়োজনে রেলওয়ে মার্কেটে অগ্নি নির্বাপক মহড়া অনুষ্ঠিত
মোঃ জহুরুল ইসলাম সৈকত,
বগুড়া জেলা প্রতিনিধিঃ
সাম্প্রতিক কালে দেশে অগ্নিকাণ্ডের ঘটনা ও ভয়বহতা পূর্বের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। অগ্নিকাণ্ডের কারণে প্রাণহানীর পাশাপাশি সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পরছে অনেক মানুষ। অগ্নিকাণ্ডের মোকাবিলা ও অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্ব ব্যাংক ও পিকেএসএফ এর আর্থিক ও কারিগরি সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক) বাস্তবায়িত সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি) এর উদ্যোগে অদ্য ১০ এপ্রিল’ ২০২৩ (সোমবার) বগুড়া রেলওয়ে মার্কেটে অগ্নি নির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়।
“পরিবেশ বান্ধব টেকসই অনুশীলনের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তাদের কৃষি যন্ত্রপাতি ও সরঞ্জামাদি উৎপাদন দক্ষতা বৃদ্ধি” উপ-প্রকল্পটি বগুড়া জেলার বগুড়া সদর, শাজাহানপুর ও শেরপুর উপজেলায় বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের আওতায় উদ্যোক্তাদের মাঝে সহজ শর্তে ঋণ সুবিধা প্রদানের পাশাপাশি প্রকল্পের অন্তর্ভূক্ত উদ্যোক্তাদের কারখানা শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন পদক্ষেপ, কারখানা মালিক ও শ্রমিকদের দক্ষতা উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণ আয়োজন, মডেল ওয়ার্কশপ স্থাপন, কমন সার্ভিস সেন্টার স্থাপন, শ্রমিক-কর্মচারীদের ব্যবহারের জন্য ক্লাস্টার ভিত্তিক টয়লেট স্থাপন, ফাউন্ড্রারী কারখানার সৃষ্ট বর্জ্য হতে ব্লক ও ব্রিকস্ নির্মাণ সহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম মাঠপর্যায়ে বাস্তবায়িত হচ্ছে। কর্মসূচির ধারাবাহিকতায় দেশের লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের বৃহৎ হাব বগুড়ার সবচেয়ে বড় বাজার রেলওয়ে মার্কেটে অগ্নি ঝুঁকি নিরসন এবং মালিক, শ্রমিক ও কর্মচারীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই মহড়া আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোবারক হোসেন তালুকদার, পরামর্শক, গাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জিয়া উদ্দিন সরদার, সমন্বয়কারী (ডকুমেন্টেশন এন্ড কমিউনিকেশন) গাক। মোঃ সাইফুল ইসলাম, প্রকল্প ব্যবস্থাপক, এসইপি, গাক।
অগ্নি নির্বাপক মহড়া পরিচালনা করেন মোঃ আব্দুল হালিম, সিনিয়র স্টেশন অফিসার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বগুড়া এবং পুলক কুমার গোস্বামী, ওয়্যারহাউস ইন্সপেক্টর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বগুড়া।
মহড়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ শাখাওয়াৎ হোসেন, ডকুমেন্টেশন অফিসার, এসইপি,গাক। মোঃ সম্রাট আলী, পরিবেশ অফিসার, এসইপি, গাক। মোঃ হাসান সাদিক, টেকনিক্যাল অফিসার, এসইপি, গাক। মোঃ মাসুদ রানা, প্রকিউরমেন্ট অফিসার, এসইপি, গাক সহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ
Leave a Reply