সম্রাট আলী, স্টাফ রিপোর্টার, বগুড়া
বিশ্ব-ব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক) বাস্তবায়নাধীন সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি) এর আওতায় কৃষি যন্ত্রাংশ ও সরঞ্জামাদি উৎপাদন খাতের সহিত জড়িত উদ্যোক্তাদের অংশগ্রহনে অদ্য ৩০ এপ্রিল'২৩ (রবিবার) গাক কনফারেন্স হল, গাক টাওয়ার, বনানী, বগুড়ায় ‘‘পণ্য ও ব্যবসা সনদ (ট্রেড লাইসেন্স) বিষয়ক প্রশিক্ষণ” অনুষ্ঠিত হয়।
প্রকল্প ব্যবস্থাপক মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন মোঃ জিয়াউদ্দীন সরদার , সমন্বয়কারী ( কমিউনিকেশন এন্ড ডকুমেন্টেশন), গাক। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসইপি প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত আলোচনার পাশাপাশি প্রকল্পের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।
প্রশিক্ষণে কৃষি যন্ত্রাংশ ও সরঞ্জামাদি উৎপাদন এবং বিপণনে জড়িত উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনার জন্য ট্রেড লাইসেন্স এর গুরুত্ব ও প্রাপ্তির প্রক্রিয়া সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করেন মোঃ আব্দুল হাই, লাইসেন্স পরিদর্শক, বগুড়া পৌরসভা, বগুড়া। প্রশিক্ষণার্থী উদ্যোক্তাগণ কোনরকম বিড়ম্বনা ছাড়া যাতে সহজেই নিয়ম মেনে লাইসেন্স গ্রহণ করতে পারেন সে বিষয়ে বগুড়া পৌরসভার পক্ষ হতে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেয়া হয়।
উদ্যোক্তাদের মাঝে পরিবেশ সচেতনতা ও নিজ নিজ উদ্যোগ সমূহে পরিবেশ অনুশীলন কার্যক্রম বাস্তবায়ন বিষয়ে আলোচনা করেন মোঃ সম্রাট আলী, পরিবেশ অফিসার, এসইপি, গাক।
উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসইপি প্রকল্পের ডকুমেন্টেশন অফিসার মোঃ শাখাওয়াৎ হেসেন, টেকনিক্যাল অফিসার মোঃ হাসান সাদিক, প্রকিউরমেন্ট অফিসার মোঃ মাসুদ রানা সহ সংস্থার কর্মকর্তাবৃন্দ। দিনব্যাপী আয়োজিত প্রশিক্ষণে লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পে জড়িত মোট ১৯ জন উদ্যোক্তা অংশগ্রহণ গ্রহণ করেন।