মোঃ জহুরুল ইসলাম সৈকত, বগুড়া জেলা প্রতিনিধিঃ
বিশ্ব-ব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক) বাস্তবায়নাধীন সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি) এর আওতায় কৃষি যন্ত্রাংশ ও সরঞ্জামাদি উৎপাদন, বিপণন ও ব্যবহার খাতের সহিত জড়িত উদ্যোক্তাদের অংশগ্রহনে অদ্য ২২ মে’২৩ (সোমবার) গাক শহর শাখা, বগুড়া সদর, বগুড়ায় ‘‘পণ্য ও ব্যবসা সনদ (ট্রেড লাইসেন্স) বিষয়ক প্রশিক্ষণ” অনুষ্ঠিত হয়।
এসইপি প্রকল্পের টেকনিক্যাল অফিসার মোঃ হাসান সাদিক এর সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন প্রকল্প ব্যবস্থাপক মোঃ সাইফুল ইসলাম, এসইপি, গাক। উদ্বোধনী বক্তব্যে তিনি বগুড়ার এসইপি প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত আলোচনার পাশাপাশি প্রকল্পের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন গাক এসইপি প্রকল্পের মাধ্যমে বগুড়ার কৃষি যন্ত্রাংশের লাইট ইঞ্জিনিয়ারিং খাতকে পরিবেশ বান্ধব ও টেকসই করার লক্ষে কাজ যাচ্ছে।
প্রশিক্ষণে কৃষি যন্ত্রাংশ ও সরঞ্জামাদি উৎপাদন এবং বিপণনে জড়িত উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনার জন্য ট্রেড লাইসেন্স এর গুরুত্ব ও লাইসেন্স প্রাপ্তির প্রক্রিয়া সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করেন মোঃ আলী আজম, সচিব, নূনগোলা ইউনিয়ন, বগুড়া সদর, বগুড়া। প্রশিক্ষণার্থী উদ্যোক্তাগণ কোনরকম বিড়ম্বনা ছাড়া যাতে সহজেই নিয়ম মেনে লাইসেন্স গ্রহণ করতে পারেন সে বিষয়ে আলোচনা করেন।
উদ্যোক্তাদের মাঝে পরিবেশ সচেতনতা ও নিজ নিজ উদ্যোগ সমূহে পরিবেশ অনুশীলন বাস্তবায়ন ও ডিজিটাল পদ্ধতিতে ব্যবসায়িক লেনদেন বিষয়ে আলোচনা করেন ডকুমেন্টেশন অফিসার মোঃ শাখাওয়াৎ হোসেনের, এসইপি, গাক।
উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন গাক বগুড়া অঞ্চলের এরিয়া ম্যানেজার মোঃ আরিফুল ইসলাম, শহর শাখার শাখা ব্যবস্থাপক মোঃ শাহাদত হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন শাখার মাঠ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। দিনব্যাপী আয়োজিত প্রশিক্ষণে লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পে জড়িত উদ্যোক্তাগণ এ ধরনের প্রশিক্ষণ আয়োজন করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
Leave a Reply