1. [email protected] : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. [email protected] : Hasan :
  3. [email protected] : dev : dev
বগুড়ায় গাক এসইপি প্রকল্পে মডেল ওয়ার্কশপ স্থাপনে উদ্যোক্তাদের মাঝে উপকরণ বিতরণ - dainikbijoyerbani.com
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৫:০৬ পূর্বাহ্ন
ad

বগুড়ায় গাক এসইপি প্রকল্পে মডেল ওয়ার্কশপ স্থাপনে উদ্যোক্তাদের মাঝে উপকরণ বিতরণ

মোঃ জহুরুল ইসলাম সৈকত, বগুড়া জেলা প্রতিনিধিঃ
  • Update Time : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ২২৯ Time View

মোঃ জহুরুল ইসলাম সৈকত, বগুড়া জেলা প্রতিনিধিঃ

বিশ্ব-ব্যাংক ও পিকেএসএফ এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় দেশের অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক) “সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি)” প্রকল্পের আওতায় “পরিবেশবান্ধব টেকসই অনুশীলন এর মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তদের কৃষি যন্ত্রপাতি ও সরঞ্জামাদি উৎপাদন দক্ষতা বৃদ্ধি” উপ-প্রকল্পটি বগুড়া জেলার ৩টি উপজেলায় বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের আওতায় উদ্যোক্তাদের কারখানার পরিবেশ উন্নয়ন, মানসম্মত পণ্য উৎপাদনে প্রশিক্ষণ প্রদান, শ্রমিক কর্মীদের স্বাস্থ্যগত ঝুঁকি হ্রাস কল্পে ক্লাস্টার ভিত্তিক টয়লেট স্থাপন, বর্জ্য ব্যবস্থাপনা, শ্রমিক-কর্মীদের পেশাগত ঝুঁকি হ্রাসকল্পে নিরাপত্তা ব্যবস্থা, মডেল ওয়ার্কশপ স্থাপন প্রভৃতি বিষয়ে কার্যক্রম চলমান রয়েছে। প্রকল্পের অর্থায়নে গত অর্থবছরে ৫টি মডেল ওয়ার্কশপ স্থাপন কার্যক্রম সমাপ্ত হয় এবং চলতি অর্থবছরে নতুন করে আরো ৫টি মডেল ওয়ার্কশপ স্থাপনের উদ্যোগ নেয়া হয় যাতে প্রত্যেক উদ্যোক্তাকে মডেল কারখানা স্থাপনে ১লক্ষ টাকা করে মোট ৫লক্ষ টাকা মূল্যের বিভিন্ন উপকরণ ও সরঞ্জামাদি প্রদান করা হবে।

এরই ধারাবাহিকতায় অদ্য রবিবার (১৮ জুন’২০২৩) গাক প্রধান কার্যালয়,গাক টাওয়ার, বনানী, বগুড়ায় মডেল ওয়ার্কশপ স্থাপনকল্পে উদ্যোক্তাদের মাঝে উপকরণ বিতরণ করা হয়, যা বগুড়ার অপার সম্ভাবনাময় লাইট ইঞ্জিনিয়ারিং খাতে জড়িত উদ্যোক্তা ও শ্রমিক কর্মীদের পরিবেশ উন্নয়নে টেকসই ভূমিকা রাখবে।

উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. খন্দকার আলমগীর হোসেন, প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, গ্রাম উন্নয়ন কর্ম (গাক)। প্রধান অতিথি উপকরণ বিতরণকালে উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলেন বগুড়ার সম্ভাবনাময় এই শিল্পকে বিশ্ব বাজারে তুলে ধরতে উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম, তাই তাদের কারখানাগুলোকে পরিবেশবান্ধব টেকসই করে গড়ে তোলার ক্ষেত্রে পিকেএসএফ এবং গাক আগামীতেও তাদের পাশে থাকবে।
অনুষ্ঠানে সংস্থার ঊর্ধ্বতন বৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ড. মোঃ মাহবুব আলম, (সিনিয়র পরিচালক) গাক, মোঃ হুমায়ন খালেদ, পরিচালক (এডমিন এন্ড অডিট), মোঃ রায়হানুস সাদাত, পরিচালক (আইসিটি এন্ড আরএম), মোঃ আরমান হোসেন, সিনিয়র সহকারী পরিচালক, জিয়া উদ্দিন সরদার, সমন্বয়কারী (কমিউনিকেশন এন্ড ডকুমেন্টেশন), মোঃ সাইফুল ইসলাম, প্রকল্প ব্যবস্থাপক (এসইপি) সহ সংস্থার উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।

আধুনিক মডেল ওয়ার্কশপ স্থাপনকল্পে কারখানার উদ্যোক্তাদের মাঝে প্রকল্পের পক্ষ হতে বিভিন্ন মেশিনারিজ সামগ্রী যেমন- ম্যাটিরিয়াল হ্যান্ডলিং ট্রলি, চেইন পুলি, হ্যান্ড গ্রান্ডিং মেশিন, হ্যান্ড ড্রিল মেশিন, গাস ড্রিলিং, মাইক্রোমিটার, ভার্নিয়ার ক্যালির্পাস, মাল্টিফাংশনাল টুলবক্স ও টুলবক্সের উপকরণ, ফাস্ট এইড বক্স ও উপকরণ, সেফটি সুরক্ষা সামগ্রী (হেলমেট, সেফটি-সু, গামবুট, হ্যান্ড গ্লাভস, গগলস্, এয়ার সাউন্ড প্রটেক্টটর, মাস্ক, এপ্রোন ইত্যাদি), ওয়েস্ট বিন, পানির ফিল্টার, এক্সজাস্ট ফ্যান, ফায়ার এক্সটিং গুইসার, ফায়ার বাকেট সহ কৃষি যন্ত্রপাতি উৎপাদনের বিভিন্ন মেশিনারি এবং কারখানা পরিবেশ উন্নয়নে বিভিন্ন সচেতনতামূলক নির্দেশিকা ও সাইন স্যাম্বল প্রদান করা হয়।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি