বগুড়া জেলা প্রতিনিধিঃ
বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক) বাস্তবায়িত সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি) এর আওতায় লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পে জড়িত উদ্যোক্তাদের অংশগ্রহণে "পরিবেশ সার্টিফিকেশন বিষয়ক প্রশিক্ষণ" রেলওয়ে মার্কেট, বগুড়ায় অনুষ্ঠিত হয়।
"পরিবেশ বান্ধব টেকসই অনুশীলনের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তাদের কৃষি যন্ত্রপাতি ও সরঞ্জামাদি উৎপাদন দক্ষতা বৃদ্ধি" উপ-প্রকল্পটি বিশ্ব-ব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক কারিগরি সহযোগিতায় গ্রাম উন্নয়ন কর্ম (গাক) কর্তৃক বগুড়া জেলার বগুড়া সদর, শাজাহানপুর ও শেরপুর উপজেলায় বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের আওতায় উদ্যোক্তাদের মাঝে সহজ শর্তে ঋণ সুবিধা প্রদানের পাশাপাশি প্রকল্পের অন্তর্ভূক্ত সদস্যদের কারখানা শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন পদক্ষেপ, কারখানা মালিক ও শ্রমিকদের দক্ষতা উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণ আয়োজন, মডেল ওয়ার্কশপ স্থাপন, কমন সার্ভিস সেন্টার স্থাপন, শ্রমিক-কর্মচারীদের ব্যবহারের জন্য ক্লাস্টার ভিত্তিক টয়লেট স্থাপন, ফাউন্ড্রারী কারখানার সৃষ্ট বর্জ্য হতে ব্লক ও ব্রিকস্ নির্মাণ সহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম মাঠপর্যায়ে বাস্তবায়িত হচ্ছে। এরই ধারাবাহিকতায় রবিবার (২৫ জুন)
প্রকল্পের ডকুমেন্টেশন অফিসার শাখাওয়াত হোসেনের সঞ্চালনা ও
প্রকল্প ব্যবস্থাপক মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ অনুষ্ঠানের শুরুতে প্রকল্প ব্যবস্থাপক সাইফুল ইসলাম এসইপি প্রকল্পের কার্যক্রম সংক্রান্ত সংক্ষিপ্ত পরিচিতি উপস্থাপন করেন এবং পরিবেশ সনদ প্রাপ্তিতে করণীয় বিভিন্ন বিষয়ে পরিবেশ অধিদপ্তর কর্তৃক প্রদত্ত নির্দেশনা উপস্থাপন করেন। উদ্যোক্তাদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণ, পরিবেশ উন্নয়নে সচেতনতা বৃদ্ধি ও নিজ উদ্যোগে পরিবেশ অনুশীলন কার্যক্রম বাস্তবায়নে করণীয় বিষয়ে আলোচনা করেন মোঃ সম্রাট আলী, পরিবেশ অফিসার, এসইপি, গাক। পরিবেশ সনদায়নের গুরুত্ব ও সনদ প্রাপ্তীতে করণীয় সহ সনদ প্রাপ্তীতে পরিবেশ অধিদপ্তরের পক্ষ হতে সহযোগিতার আশ্বাস দেয়া হয়। প্রশিক্ষণ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ হাসান সাদিক, টেকনিক্যাল অফিসার, মোঃ মাসুদ রানা, প্রকিউরমেন্ট অফিসার, এসইপি গাক সহ বগুড়া রেলওয়ে মার্কেটের কারখানা মালিকবৃন্দ।